লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আধারের সঙ্গে UAN লিঙ্ক করবেন কীভাবে, বাড়ানো হল ELI প্রকল্পের সময়সীমা, খুঁটিনাটি জেনে নিন

Published on:

কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা, যা সাধারণত EPFO নামে পরিচিত ভারতে। এদিন, সংস্থার তরফে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার শেষ তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কাজ করার শেষ তারিখ ১৫ মার্চ, ২০২৫। এটি বাড়ানো হয়েছে, যাতে কর্মসংস্থান লিঙ্কড ইনসেনটিভ (ELI) প্রকল্প গ্রহণকারী কর্মীরা সময়মতো এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন।

এর আগে তারিখটি ছিল ১৫ ফেব্রুয়ারি, ২০২৫। কিন্তু, EPFO ​​সম্প্রতি বেশ কয়েকবার তারিখ বাড়িয়েছে। যার পিছনে অন্যতম কারণ, সেই সমস্ত কর্মচারীদের জন্য যারা এখনও আধার-UAN লিঙ্কিং প্রক্রিয়া সম্পন্ন করেননি।

READ MORE:  Gold And Silver Price Today: ইদের দিন ফের চড়ল সোনার দাম, সুখবর দিচ্ছে রুপো! দেখুন আজকের রেট | Gold, Silver Price

ELI প্রকল্পের জন্য বাধ্যতামূলক পদক্ষেপ

EPFO-এর অধীন, ELI প্রকল্পের আওতায় সুবিধা পেতে, কর্মীদের তাদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) সক্রিয় করতে হবে। এর জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। এই প্রক্রিয়াটি এই কারণে জরুরি যাতে মসৃণ লেনদেন এবং প্রণোদনার সঠিক বন্টন নিশ্চিত করা যায়। তথ্য সঠিক রাখা এবং আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

READ MORE:  Business Idea: প্রতিটা মানুষেরই দরকার, অল্প পুঁজির এই ব্যবসা শুরু করলে চিন্তা হবে দূর | Low Investment Pen Business

কীভাবে UAN সক্রিয় করবেন?

EPFO সদস্য পোর্টালে লগ ইন করুন।

‘Activate UAN’ বিকল্পটি সিলেক্ট করুন।

আপনার UAN, নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং আধার নম্বর লিখুন।

ক্যাপচা কোড পূরণ করুন।

‘Get OTP’-তে ক্লিক করুন।

মোবাইল নম্বরে OTP এলে, তা লিখুন।

OTP নিশ্চিত করুন এবং UAN সক্রিয় করুন।

* KYC ও UAN-এর সাথে লিঙ্ক করার প্রক্রিয়া

EPF সদস্য পোর্টালে লগ ইন করুন।

‘হোম পেজ’ থেকে “KYC” বিকল্পটি সিলেক্ট করুন।

READ MORE:  Provident Fund: EPFO নিয়ে মাস্টার প্ল্যান, বদলে যাবে কর্মী থেকে পেনশনভোগীদের জীবন | Master Plan By Employees' Provident Fund Organisation

আপনি যে বিবরণগুলি যোগ করতে চান তা সিলেক্ট করুন (যেমন – প্যান, ব্যাংক অ্যাকাউন্ট, আধার, ইত্যাদি)।

প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং “সংরক্ষণ করুন” এ ক্লিক করুন।

আপনার অনুরোধ “Pending KYC Approval” এর অধীনে প্রদর্শিত হবে।

নিয়োগকর্তার অনুমোদনের পরে, অপশনটি “Digitally Approved by Employer” এ পরিবর্তিত হবে।

তারপর UIDAI যাচাইয়ের পর সেটি “Verified by UIDAI” প্রদর্শিত হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.