লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

2025 Tata Punch Facelift Features: বাজার কাঁপাতে আসছে টাটা পাঞ্চের নতুন সংস্করণ, ফিচার্স শুনলে অবাক হয়ে যাবেন | 2025 Tata Punch Facelift Price

Published on:

বর্তমানে টাটা মোটরসের সবথেকে জনপ্রিয় গাড়ি পাঞ্চ। বিক্রির নিরিখে দেশের সবথেকে সেরা কম্প্যাক্ট SUV বলা যেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে, শীঘ্রই এই গাড়ির ফেসলিফ্ট বা নতুন সংস্করণ লঞ্চ করতে পারে কোম্পানি। এমন জল্পনা অনেকদিন ধরেই চলছে। ২০২৫ সালেই নতুন ভার্সন বাজারে আসবে বলে জানা যাচ্ছে। কী কী চমক নিয়ে লঞ্চ হতে পারে টাটা পাঞ্চ, চলুন জেনে নেওয়া যাক।

2025 Tata Punch Facelift: ফিচার্স ও স্পেসিফিকেশন

নতুন টাটা পাঞ্চে যে ফিচার্সগুলি পাওয়া যেতে পারে সেগুলি হল – ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ১০.২৫ ইঞ্চি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্ট কানেক্টাভিটি, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, কানেক্টেড টেক, আরাম এবং সুবিধার জন্য, সামঞ্জস্যযোগ্য ড্রাইভার আসন, ওয়্যারলেস মোবাইল চার্জিং।

READ MORE:  Hero Xtreme 160R 4V Mileage: দেশের একমাত্র ১৫০ সিসি মোটরসাইকেল যা প্রতি লিটারে ৫০ কিলোমিটার মাইলেজ দেয় | Best Fuel Efficient Bike

এছাড়াও, থকবে ইলেকট্রনিক সানরুফ, ভয়েস অ্যাসিস্ট ফাংশন, কন্ট্রোল, এয়ার পিউরিফায়ার, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, অ্যাম্বিয়েন্ট লাইটিং, প্রিমিয়াম লেদার সিট এবং প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC), টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS) এবং EBD-সহ ABS।

ইঞ্জিন সেটআপ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। বর্তমানে এতে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে, যা ৮৮ হর্সপাওয়ার শক্তি এবং ১১৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনটি ৫ স্পিড ম্যানুয়াল এবং ৫ স্পিড এএমটি ট্রান্সমিশন বিকল্প অফার করে। সিএনজি সংস্করণেও ফেসলিফ্ট মডেল পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

READ MORE:  Hero Vida V2 Price: এক চার্জে ১৬৫ কিমি যায়, হিরোর ব্যাটারি স্কুটারে ৪০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট | Hero Vida V2 Electric Scooters Discounts

2025 Tata Punch Facelift: সম্ভাব্য দাম ও লঞ্চের তারিখ

আসন্ন টাটা পাঞ্চ ফেসলিফ্ট ২০২৫ সালের জুনে লঞ্চ হতে পারে। বেশ কিছু ফিচার ও আপডেট পাওয়া যাবে এই মডেলে। দাম শুরু হতে পারে ৬ লাখ টাকা থেকে। যদিও এই দাম পুরোটাই অনুমান। বাজারের অবস্থা এবং গাড়িতে উপলব্ধ বৈশিষ্ট্যর কথা মাথায় রেখে গাড়ির দাম নির্ধারণ করতে পারে টাটা মোটরস।

READ MORE:  Honda Activa স্কুটারের এই আকর্ষণীয় ফিচার্সের কথা অর্ধেক চালক জানেই না | Honda Activa 125 Features

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.