লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ভ্লগ বানিয়ে অল্প বয়সেই কোটিপতি, তিন কোটির মার্সিডিজ কিনে চমকে দিলেন ইউটিউবার | Sourav Joshi Buys Electric Mercedes G Wagon

Published on:

দুনিয়ার সবথেকে জনপ্রিয় SUV-গুলির মধ্যে একটি Mercedes G Wagon। বহু তারকাদের কাছে এই গাড়ি রয়েছে। সম্প্রতি G Wagon SUV এর নতুন ইলেকট্রিক সংস্করণ লঞ্চ করেছে মার্সিডিজ। সেই গাড়ি কিনলেন ভারতের বিপুল জনপ্রিয় ভ্লগার তথা ইউটিউবার সৌরভ যোশী (Sourav Joshi)। এদিন তিনি Mercedes Benz G580 EQ গাড়িটির ডেলিভারি পেলেন, যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা।

READ MORE:  Royal Enfield Scram 411-এর বিক্রি বন্ধ হল, পরিবর্তে মিলবে আরও শক্তিশালী Scram 440

সৌরভ যোশীর গাড়ি কালেকশন

এই গাড়ি ভারতে তৈরি করে না মার্সিডিজ। G Wagon ছাড়াও সৌরভ যোশীর কালেকশনে রয়েছে Toyota Fortuner Legender SUV। এই গাড়িতে চেপেই পরিবারকে সঙ্গে নিয়ে মার্সিডিজের চোখ ধাঁধানো গাড়িটি কিনলেন তিনি। এই দুই গাড়ি ছাড়া তাঁর কাছে রয়েছে Porsche Boxter এবং Mahindra Thar। তবে কালেকশনের মধ্যে অন্যতম সেরা এবং প্রথম ইলেকট্রিক মডেল এই G Wagon।

READ MORE:  ভ্যালেন্টাইনস ডে’র আগে সুখবর, ট্রায়াম্ফের সবচেয়ে সস্তা বাইকের দাম আরও ১৮,০০০ টাকা কমল

Mercedes G Wagon ইলেকট্রিক গাড়ির বিশেষত্ব

বক্সি ডিজাইন রয়েছে গাড়ির। মূলত রাফ অ্যান্ড টাফ অফ-রোড SUV হিসাবেই পরিচিত G Wagon। গাড়ির ভিতরে রয়েছে তিন পয়েন্টেড স্টিয়ারিং হুইল এবং অফ-রোড ককপিট, যা গাড়ির ড্রাইভারকে বিভিন্ন সেটিং এবং লক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এতে রয়েছে মার্সিডিজের সর্বশেষ প্রজন্মের MBUX সিস্টেম, যা কৃত্রিম সাউন্ড তৈরি করে।

READ MORE:  Royal Enfield Guerilla 450 Launched: মন জিততে হাজির Royal Enfield-এর নতুন মডেল, রইল দাম, ফিচার্স ও ইঞ্জিনের সব তথ্য | Royal Enfield Guerilla 450 Price

গাড়িতে রয়েছে ১১৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা ফুল চার্জে রেঞ্জ দেয় ৪৭৩ কিলোমিটার। সর্বাধিক ৫৭৯ হর্সপাওয়ার এবং ১১৬৪ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। গাড়ির বুট স্পেস ৬২০ লিটার। এই সমস্ত অসামান্য ফিচার ও ডিজাইনের কারণে তারকাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে G Wagon এর ইলেকট্রিক সংস্করণ।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.