7th Pay Commission: অর্থবর্ষের প্রথম দিনেই সুখবর, কেন্দ্রের সমান DA বৃদ্ধির ঘোষণা সরকারের | Government Of Rajasthan Hikes 2% DA
সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থবর্ষের প্রথম দিনেই রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড়সড় ঘোষণা করা হল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, ২০২৫-২৬ অর্থবর্ষে মহার্ঘ ভাতা ২% বৃদ্ধি করা হবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এর ফলে রাজ্যের প্রায় ৮ লক্ষ সরকারি কর্মচারী এবং ৪.৪০ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন।
বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, এপ্রিল ২০২৫ থেকে এই বাড়তি ডিএ কর্মচারীদের বেতনের সঙ্গে যুক্ত হবে। জানুয়ারি থেকে মার্চ ২০২৫ পর্যন্ত বকেয়া ডিএ জমা হবে সাধারণ ভবিষ্যৎ তহবিল অ্যাকাউন্টে (EPF)। শুধু তাই নয়, পেনশনভোগীরাও সরাসরি এই নগদ টাকার অর্থের সুবিধা পাবেন।
জানিয়ে রাখি, ডিএ বৃদ্ধির এই ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এই রাজ্যে বর্তমানে সপ্তম পে কমিশন (7th Pay Commission) অনুযায়ী মহার্ঘ ভাতা কার্যকর রয়েছে। তবে ১লা জানুয়ারী, ২০২৫ থেকে ৫৩% মহার্ঘ ভাতা বেড়ে হচ্ছে ৫৫%। ফলে সরকারি কর্মচারী, পেনশনভোগী, জেলা পরিষদ, পঞ্চায়েত কর্মচারীরা খুবই উপকৃত হবেন এই সিদ্ধান্তের মাধ্যমে। মনে করা হচ্ছিল, কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির ঘোষণার পরে রাজস্থান সরকার এই সিদ্ধান্ত নেবে। তবে বাস্তবে রাজ্য সরকার আগেভাগেই সিদ্ধান্ত সেরে ফেলল।
বর্তমান সময়ে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ব্যয় অনেকটাই বেড়ে গিয়েছে। ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানকে ঠিক রাখতে ডিএ বৃদ্ধি খুবই জরুরি। রাজ্য সরকারের এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে কর্মচারীরা আর্থিকভাবে অনেকটাই স্বস্তি পাবেন। পাশাপাশি পেনশনভোগীরাও উপকৃত হবেন।
রাজস্থান সরকারের এই পদক্ষেপ রাজ্যের অর্থনীতি এবং কর্মচারীদের মনবল বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। যদিও এই ডিএ বৃদ্ধির জন্য রাজস্থান সরকারের উপর ৮০০ কোটি টাকার একটি আর্থিক বোঝা পড়বে। তবে কর্মচারীদের জন্য এটি এক বিশাল স্বস্তি হতে চলেছে।
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
This website uses cookies.