লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

6,400mah ব্যাটারি সহ দুর্দান্ত সব ফিচার্স, বাজার কাঁপাতে আসছে iQOO Neo 10R

Published on:

iQOO সাশ্রয়ী মূল্যে তাদের স্মার্টফোনে অত্যাধুনিক বৈশিষ্ট্য এবং শক্তিশালী কার্যকারিতা প্রদানের জন্য পরিচিত। সংস্থার নতুন মডেল হিসাবে ভারতে আসতে চলা iQOO Neo 10R মডেলটিতেও তার অন্যথা হবে না। চাইনিজ ব্র্যান্ডটি এদেশে ডিভাইসটি লঞ্চের জন্য টিজ শুরু করে দিয়েছে। ভারতে কোম্পানিটির সিইও নিজেই এই বিষয়ে নিশ্চিত করেছেন।

iQOO Neo 10R, গেমার এবং মাল্টিটাস্কারদের কাছে একটি উপযুক্ত স্মার্টফোন হিসাবে হাজির হতে পারে। এতে পাওয়ারফুল প্রসেসর, ফাস্ট চার্জিং ও সুন্দর ডিসপ্লে সহ দুর্দান্ত হার্ডওয়্যার থাকতে চলেছে। লঞ্চের তারিখ এবং দাম এখনও প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে, এটি দুর্ধর্ষ মিড-রেঞ্জ হ্যান্ডসেট হতে চলেছে।

READ MORE:  iQOO Neo 11 Series Feature: তৈরি হবে নতুন রেকর্ড, এই প্রথম স্মার্টফোনে 7000+ mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং | iQOO Neo 11 7000mah Battery

আইকিউ ইন্ডিয়ার সিইও নিপুন মারিয়া, তার X (আগে টুইটার) অ্যাকাউন্টে একটি রহস্যময় বার্তা দিয়ে ফোনটির আগমন নিশ্চিত করেছেন। তাঁর পোস্টে ইংরেজ ‘আর’ অক্ষরটি মোটামুটি দশবার ব্যবহার হয়েছে। এটি দৃঢ়ভাবে ইঙ্গিত করে যে আসন্ন ফোনটি প্রকৃতপক্ষে, iQOO Neo 10R।

iQOO Neo 10R স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আইকিউ নিও ১০আর ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন থাকতে পারে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট দ্বারা পরিচালিত হতে পারে। এটি ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, ও ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে। ব্লু, হোয়াইট স্লাইস, এবং লুনার টাইটানিয়াম কালার ভ্যারিয়েন্টে আসতে পারে ফোনটি।

READ MORE:  DeepSeek AI প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারির সঙ্গে বাজারে আসছে Infinix Note 50 সিরিজ | Infinix Note 50 Pro Plus TUV Certification Reveals

বিশাল ৬,৪০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং আইকিউ নিও ১০আর এর অন্যতম আকর্ষণ হবে। ফটোগ্রাফির জন্য, ফোনটিতে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৬০০ প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে। সামনে মিলবে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.