লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

50+50+50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সহ বাজার কাঁপাতে আসছে Oppo Find X8 Mini

Published on:

মিড-রেঞ্জ থেকে শুরু করে প্রিমিয়াম, বর্তমানে একঝাঁক নতুন স্মার্টফোনের উপর কাজ করছে Oppo। তবে, সংস্থা কিছু না বললেও সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে মার্চে ফ্ল্যাগশিপ Oppo Find সিরিজের দুই নয়া মডেল চীনে লঞ্চ হবে। যার মধ্যে রয়েছে Find X8 Ultra এবং আরও কমপ্যাক্ট ভার্সন, Find X8 Mini। একটি সূত্র থেকে এখন মিনি ভ্যারিয়েন্টের ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

READ MORE:  বাজার কাঁপাতে আসছে Oppo F29 সিরিজ, লঞ্চের তারিখ জানিয়ে দিল সংস্থা, দাম কেমন হবে

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি অনুসারে, Find X8 Mini-তে ট্রিপল-ক্যামেরা থাকবে। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হিসাবে ব্যবহার হবে ১/১.৫৬-ইঞ্চি ফরম্যাটের একটি ৫০ মেগাপিক্সেল সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। কম আলোয় ভাল ছবি তোলার জন্য এফ/১.৮ অ্যাপারচার থাকবে।

এছাড়া, Oppo Find X8 Mini-র বাকি দুই ক্যামেরার মধ্যে একটি হল ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং অন্যটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা ০.৬x থেকে ৭x পর্যন্ত ফোকাল রেঞ্জ এবং এফ/২.৮ অ্যাপারচার সহ ৩.৫x ম্যাগনিফিকেশন অফার করবে।

READ MORE:  Redmi A5 Launched: Redmi A5 মাত্র ৬৪৯৯ টাকায় লঞ্চ হল, ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সহ পাবেন ৮ জিবি র‌্যাম | Redmi A5 Price in India

ওপ্পো ফাইন্ড এক্স৮ মিনি একটি কম্প্যাক্ট প্রিমিয়াম ডিভাইস হতে চলেছে। ৬.৩ ইঞ্চি এলটিপিও ওলেড প্যানেল থাকবে এতে, যার ডিজাইন ফ্ল্যাট এবং খুব পাতলা বেজেল দ্বারা বেষ্টিত হবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫কে রেজোলিউশন (২৬৪০x১২১৬ পিক্সেল) সাপোর্ট করবে। ফোনটিতে মেটাল ফ্রেম ও গ্লাস ব্যাক প্যানেল মিলবে।

ফাইন্ড এক্স৮ মিনি ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট সহ আসবে, যা এক্স৮ সিরিজের হাই-এন্ড মডেলগুলির সমতুল্য পারফরম্যান্স নিশ্চিত করে। এছাড়াও, এনএফসি সাপোর্ট, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, ডুয়াল স্পিকার, এক্স অ্যাক্সিস লিনিয়ার হ্যাপটিক মোটর, অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর কালারওএস ১৫, ও অ্যালার্ট স্লাইডার বাটন থাকবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড সহ আসছে Oppo F29 ও Oppo F29 Pro, লঞ্চের আগে সমস্ত স্পেসিফিকেশন ফাঁস

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.