লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

2025 Honda Activa Launch: স্মার্ট ফিচার্সের সঙ্গে বাজার কাঁপাতে হাজির নতুন Honda Activa, পাবেন ডিজিটাল স্ক্রিন, ব্লুটুথ | 2025 Honda Activa Launched

Published on:

Honda সম্প্রতি ভারতে এক এক করে তাদের বিভিন্ন মোটরসাইকেল এবং স্কুটারের নতুন ভার্সন লঞ্চ করছে। Activa 125 ও Livo মডেল দুটির আপডেট সংস্করণ ইতিমধ্যেই বাজারে এসেছে। এবার সংস্থার সবচেয়ে জনপ্রিয় স্কুটার Activa (110 সিসি)-এর নতুন এডিশন নিয়ে এল জাপানি সংস্থাটি। দাম ৮০,৯৫০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। এটি STD, DLX এবং H-Smart নামে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। চলুন দেখে নিই 2025 Honda Activa কী কী আপগ্রেড পেয়েছে।

READ MORE:  চীনের সামনে আমেরিকা নস্যি! পৃথিবীতে বিক্রিত 76% ইলেকট্রিক গাড়িই চাইনিজ | Chinese Brands Contribute 76 Persent Global EV Sales

2025 Honda Activa ডিজাইন

ডিজাইনের নিরিখে, ২০২৫ হোন্ডা অ্যাক্টিভা দেখতে কমবেশি একই রকম। এটি ছয়টি রঙের বিকল্পে উপলদ্ধ — পার্ল সাইরেন ব্লু, পার্ল প্রিসিয়াস হোয়াইট, পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ডিসেন্ট ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে এবং রেবেল রেড মেটালিক। জানিয়ে রাখি, এর মধ্যে কিছু রং আগের মডেলেও ছিল।

2025 Honda Activa স্পেসিফিকেশন ও ফিচার্স

READ MORE:  Elon Musk's Tesla: Tesla-র গাড়ির দাম ভারতে কত হবে? টাটা, মাহিন্দ্রার উপর চাপ বাড়িয়ে ফাঁস হল রিপোর্ট | Elon Musk's Tesla EV India Launch April

নতুন হোন্ডা অ্যাক্টিভার সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ইঞ্জিনে। এটি এখন ওবিডি২বি কমপ্লায়েন্ট ১০৯.৫১ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ৮,০০০ আরপিএম গতিতে ৭.৮ হর্সপাওয়ার এবং ৫,৫০০ আরপিএমে ৯.০৫ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। স্কুটারের ফুয়েল এফিশিয়েন্সি উন্নত করার লক্ষ্যে আইডলিং স্টপ সিস্টেম যুক্ত করেছে কোম্পানি।

অবশেষে অ্যাক্টিভার নতুন ভার্সনে বাজারের অন্যান্য স্কুটারের মতো আধুনিক ফিচার্স যুক্ত করেছে হোন্ডা। এতে ৪.২ ইঞ্চি টিএফটি ডিসপ্লে পাওয়া যাবে যা ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করে। এছাড়া, নেভিগেশন, কল নোটিফিকেশন, ও ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট মিলবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ক্রেতাদের জন্য সুখবর, দেশে উচ্চ-গতির ইলেকট্রিক বাইক ও স্কুটার আনতে চলেছে Yamaha | Yamaha Develop High Performance Electric Two Wheelers
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.