লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

2025 সালেই বাজারে ‘বিস্ময় ফোন’ আনবে Samsung, ডিজাইন চক্ষু চড়কগাছ করবে!

Updated on:

Huawei গত বছর বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড অর্থাৎ তিনবার ভাঁজ করা যায় এমন স্মার্টফোন লঞ্চ করে চমকে দিয়েছে। এবার Samsung কোম্পানিও ট্রাই ফোল্ড মডেল বাজারে আনতে চলেছে। জানুয়ারি Galaxy S25 সিরিজের লঞ্চ ইভেন্টে ফোনটি টিজ করেছিল তারা। তবে কেমন স্পেসিফিকেশন থাকবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। এখন একটি সূত্রের দাবি, কোম্পানির প্রথম ট্রিপল-ফোল্ড স্মার্টফোনের নাম হবে Galaxy G Fold।

সূত্রের তরফে আরও জানানো হয়েছে যে ডিভাইসটি ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) লঞ্চ হতে পারে। Samsung Galaxy G Fold-এ ৯.৯৬ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে, যা Z Fold 6 মডেলের ডিসপ্লের থেকে ৩০ শতাংশ বড়। ভাঁজ করা অবস্থায় ডিভাইসটি ৬.৫৪ ইঞ্চি হবে। অর্থাৎ একটি সাধারণ মোবাইল ফোনের মতো।

READ MORE:  Samsung ফোনে খেলা যাবে‌ সমস্ত গেম, চলে এল Game Booster+ ফিচার | Samsung Launches Game Booster+ Feature

ভিতরের দিকে ভাঁজ করা ডিজাইন থাকার কারণে স্যামসাং-এর ট্রাই-ফোল্ড ফোন কিছুটা মোটা হতে পারে। সংস্থার বর্তমান ফোল্ডেবলগুলির বিপরীতে, আসন্ন গ্যালাক্সি জি ফোল্ড মডেলে জি-আকৃতির ফোল্ডিং মেকানিজম থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে। যেখানে ডিসপ্লের উভয় দিক ভিতরের দিকে ভাঁজ হবে।

Samsung বিশেষভাবে Galaxy G Fold-এর জন্য নতুন ধরনের ডিসপ্লে এবং প্রোটেক্টিভ ফিল্ম তৈরি করছে, যা হুয়াওয়ের থেকে আরও উন্নত স্থায়িত্ব প্রদান করতে চলেছে। এমন ফোন তৈরির প্রক্রিয়া অত্যন্ত জটিল, ফলে উৎপাদন সীমিত পরিমাণে করা হবে। মূলধারার ফ্ল্যাগশিপের পরিবর্তে একে পরীক্ষামূলক, হাই-এন্ড হ্যান্ডসেট হিসাবে তুলে ধরতে পারে কোম্পানি।

READ MORE:  বিরাট চমক, ৩৬০ ডিগ্রি ভাঁজ করা যাবে স্মার্টফোন, ইউনিক ফোল্ডেবল ফোন আনছে Samsung

আগের কিছু প্রতিবেদন ২০২৬ সালে লঞ্চের ইঙ্গিত দিলেও, ডিসপ্লে বিশ্লেষক রস ইয়ং মনে করছেন, স্যামসাং চলতি বছরের শেষের দিকে Galaxy Z Fold 7 এবং Z Flip 7-এর পাশাপাশি Galaxy G Fold প্রকাশ করতে পারে। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির সবচেয়ে দামি মোবাইল ফোন হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  কম দামে আকর্ষণীয় ফিচার, লঞ্চ হল Samsung Galaxy A56, Galaxy A36 এবং Galaxy A26
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.