লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৩ মাস Free JioHotstar Subscription

Published on:

আইপিএল উপলক্ষে বিশেষ প্ল্যান চালু করল ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। বাজারে এল নতুন ক্রিকেট ডেটা প্যাক। এই রিচার্জের সঙ্গে তিন মাস বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যাবে। ভোডাফোন আইডিয়ার নতুন গ্রাহকদের জন্য এই সাবস্ক্রিপশন-সহ রিচার্জ প্ল্যানটি প্রযোজ্য বলে জানিয়েছে কোম্পানি।

নতুন গ্রাহকদের জন্য বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশন Vodafone Idea-র

নতুন Vi গ্রাহকরা একটি নতুন সিম-সহ ৩ মাসের বিনামূল্যে জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। এই সুবিধাটি ১২ ঘন্টার মধ্যে সক্রিয় করা হবে এবং সক্রিয়করণের পরে গ্রাহক একটি এসএমএস পাবেন। এছাড়াও, গ্রাহকরা তাদের বর্তমান Vi প্রিপেইড প্যাকের মেয়াদ শেষ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে রিচার্জ করলে সাবস্ক্রিপশনটি দ্বিতীয় এবং তৃতীয় মাসের জন্য বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

READ MORE:  ফ্রি ভ্যালিডিটি সহ বিনামূল্যে ইন্টারনেট, জাদু দেখাচ্ছে Vodafone Idea

কারা এই সুবিধা পাবেন?

তিন মাসের জিওহটস্টার সাবস্ক্রিপশন সুবিধাটি সেইসব গ্রাহকদের জন্য প্রযোজ্য, যারা ২৩ মার্চ, ২০২৫ এর পরে শুধুমাত্র নতুন সিম অ্যাক্টিভেট করেছেন এবং যারা ২৯৯, ৩৪৯, ৩৬৫, অথবা ৩৭৫ টাকার প্রথম রিচার্জ করবেন। সার্কেল-নির্দিষ্ট সুবিধার জন্য, আপনি গ্রাহক সহায়তা দলের সাথেও যোগাযোগ করতে পারেন অথবা নতুন Vi সিম বেছে নেওয়ার সময় খুচরো বিক্রেতার সাথে এই বিষয়ে কথা বলতে পারেন।

READ MORE:  নেটওয়ার্ক না থাকলেও করা যাবে কলিং, Jio, Airtel, VI ও BSNL ইউজাররা জানেই না এই ট্রিক

প্রসঙ্গত, এর আগে Jio প্রথম জিওহটস্টার সাবস্ক্রিপশন-সহ ক্রিকেট ডেটা প্যাক ও রিচার্জ চালু করে। তার পর যোগ দেয় Airtel। আইপিএল উপলক্ষে দুই সংস্থা তাদের একাধিক রিচার্জে এই ওটিটি সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে। এবার সেই তালিকায় যোগ দিল ভোডাফোন আইডিয়া। বড় টেলকোগুলির মধ্যে এখন শুধু বাকি রয়েছে BSNL।

READ MORE:  বিনামূল্যে IPL দেখতে পাবে Airtel ও VI গ্রাহকরা, কথা চলছে JioHotstar এর সাথে | Jio Talking with Airtel VI
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.