লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১৯ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, সামার সেলে বিরাট সস্তায় OnePlus 12 থেকে Nord 4 ফোন

Published on:

OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ হবে তা এখনও জানা যায়নি। তবে কোম্পানির তরফে সেলের অফারগুলো প্রকাশ করা হয়েছে। ওয়ানপ্লাস সামার সেলে ফ্লাট ডিসকাউন্ট সহ এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাঙ্ক অফারের সুবিধা পাওয়া যাবে। ক্রেতারা OnePlus.in, Amazon, Flipkart, Myntra সহ Reliance Digital, Croma, Vijay Sales, Bajaj Electronics এবং অন্যান্য অফলাইন রিটেল স্টোর থেকে সেলের অফারগুলো উপভোগ করতে পারবেন।

READ MORE:  AC Blast: এসি বিস্ফোরণে প্রাণ হারালেন দিল্লির এক বাসিন্দা, বাতানুকূল যন্ত্র ব্যবহারের সময় মেনে চলুন এই টিপস | AC Blast Accident Delhi News

OnePlus Summer Sale এর অফার

ওয়ানপ্লাস সামার সেলে OnePlus 12 মডেলে পাওয়া যাবে সর্বোচ্চ ছাড়। এই ফোনে থাকছে ১৩,০০০ টাকা পর্যন্ত সরাসরি ছাড় এবং ৬,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার, অর্থাৎ মোট ১৯,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে। এই ডিভাইসে আছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১২০ হার্টজ ProXDR ডিসপ্লে এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং।

নতুন OnePlus 13 ফোনটি ৩,০০০ টাকার ছাড়ে কেনা যাবে। সাথে পাওয়া যাবে ৫,০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা।

READ MORE:  Smartphones Waterproof: ওয়াটারপ্রুফ ও ওয়াটার-রেজিস্ট্যান্টের মধ্যে পার্থক্য কী? স্মার্টফোন কেনার আগে অবশ্যই জেনে নিন | Smartphone Waterproof vs Water Resistant Difference

OnePlus 13R মডেলে থাকছে ৫,০০০ টাকার ছাড় এবং ৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। এছাড়া OnePlus Buds 3 বান্ডল অফার হিসেবে পাওয়া যাবে। ১১ থেকে ৩১ মে পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের লাভ ওঠানো যাবে।

নর্ড সিরিজের স্মার্টফোন সম্পর্কে বললে, সামার সেলে OnePlus Nord 4 ডিভাইসটি ৫০০ টাকা স্পেশাল ডিসকাউন্ট এবং ৪,৫০০ টাকা ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। Nord CE 4 মডেলে ১,০০০ টাকা ছাড় ও ২,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং CE 4 Lite 5G মডেলে ২,০০০ টাকা ব্যাঙ্ক অফার থাকবে। Nord সিরিজের ফোনগুলো ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫৫০০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট SUPERVOOC চার্জিং-এর মতো ফিচার সহ এসেছে।

READ MORE:  Bajaj Pulsar N125 Bike: বজাজ পালসারের নতুন মডেল লঞ্চ, শক্তিশালী ইঞ্জিন ও 60kmpl মাইলেজ!

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.