OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ হবে তা এখনও জানা যায়নি। তবে কোম্পানির তরফে সেলের অফারগুলো প্রকাশ করা হয়েছে। ওয়ানপ্লাস সামার সেলে ফ্লাট ডিসকাউন্ট সহ এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাঙ্ক অফারের সুবিধা পাওয়া যাবে। ক্রেতারা OnePlus.in, Amazon, Flipkart, Myntra সহ Reliance Digital, Croma, Vijay Sales, Bajaj Electronics এবং অন্যান্য অফলাইন রিটেল স্টোর থেকে সেলের অফারগুলো উপভোগ করতে পারবেন।
OnePlus Summer Sale এর অফার
ওয়ানপ্লাস সামার সেলে OnePlus 12 মডেলে পাওয়া যাবে সর্বোচ্চ ছাড়। এই ফোনে থাকছে ১৩,০০০ টাকা পর্যন্ত সরাসরি ছাড় এবং ৬,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার, অর্থাৎ মোট ১৯,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে। এই ডিভাইসে আছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১২০ হার্টজ ProXDR ডিসপ্লে এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং।
নতুন OnePlus 13 ফোনটি ৩,০০০ টাকার ছাড়ে কেনা যাবে। সাথে পাওয়া যাবে ৫,০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা।
OnePlus 13R মডেলে থাকছে ৫,০০০ টাকার ছাড় এবং ৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। এছাড়া OnePlus Buds 3 বান্ডল অফার হিসেবে পাওয়া যাবে। ১১ থেকে ৩১ মে পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের লাভ ওঠানো যাবে।
নর্ড সিরিজের স্মার্টফোন সম্পর্কে বললে, সামার সেলে OnePlus Nord 4 ডিভাইসটি ৫০০ টাকা স্পেশাল ডিসকাউন্ট এবং ৪,৫০০ টাকা ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। Nord CE 4 মডেলে ১,০০০ টাকা ছাড় ও ২,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং CE 4 Lite 5G মডেলে ২,০০০ টাকা ব্যাঙ্ক অফার থাকবে। Nord সিরিজের ফোনগুলো ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫৫০০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট SUPERVOOC চার্জিং-এর মতো ফিচার সহ এসেছে।