আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) কি নিরাপদ রয়েছে? আধার-প্যান লিঙ্ক করেছেন তো? সময় মত কেওয়াইসি আপডেট করেছেন? যদি না করে থাকেন তাহলে এখনই সতর্ক হন। কারণ ১৫ মে, ২০২৫ এর মধ্যে গুরুত্বপূর্ণ এই ব্যাঙ্কিং কাজগুলি শেষ করতে না পারলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। হ্যাঁ, এমনকি ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে।
আর এই মুহূর্তে দেশের ব্যাঙ্কিং পরিষেবায় একাধিক পরিবর্তন আনা হচ্ছে। যার মধ্যে প্যান এবং আধার লিঙ্ক, কেওয়াইসি আপডেট, ন্যূনতম ব্যালেন্সের নিয়ম বদল, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট চালুর প্রক্রিয়া সবকিছু থাকছে। আর এই নিয়মগুলি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ককে মেনে চলার নির্দেশ দিয়েছে।
কোন কোন নিয়মে বদল আসছে?
প্রথমত সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সাথে প্যান এবং আধার নাম্বার সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। তাই যদি এখনো পর্যন্ত লিঙ্ক না করে থাকেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে যেতে পারে। আর সেই সঙ্গে আর্থিক জরিমানার মুখে পড়ার আশঙ্কাও রয়েছে।
দ্বিতীয়ত, কেওয়াইসি আপডেট এবার বাধ্যতামূলক করা হয়েছে। আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল আইডি এবং আয়ের প্রমাণপত্র এবার ব্যাঙ্কের কাছে জমা দেওয়া জরুরী। বিশেষ করে যে সমস্ত অ্যাকাউন্টে অনেকদিন ধরে লেনদেন হয়নি, সেগুলোর ক্ষেত্রে কেওয়াইসি আপডেট জরুরী।
ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টগুলোতে এবার ন্যূনতম ব্যালেন্স রাখার নতুন নিয়ম জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। কোন অ্যাকাউন্টে কত টাকা ন্যূনতম রাখতে হবে, তা ব্যাঙ্ক ভেদে আলাদা হলেও, এটি না করলে মান্থলি চার্জ কাটা হবে।
যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গত ২৪ মাস ধরে নিষ্ক্রিয় রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করা হচ্ছে এবং প্রয়োজনে বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই আপনি যদি দুই বছর ধরে নিজের অ্যাকাউন্টে কোনওরকম লেনদেন না করে থাকেন, তাহলে দ্রুত ব্যাঙ্কে যোগাযোগ করুন এবং অ্যাকাউন্টটিকে পুনরায় চালু করে নিন।
১৫ই মের মধ্যে শেষ করুন কাজগুলি
প্রসঙ্গত জানিয়ে রাখি, এই কাজগুলি শেষ করার শেষ তারিখ দেওয়া হয়েছে ১৫ই মে, ২০২৫। তাই এই সময়সীমার মধ্যে যদি কাজগুলি না সারেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে এবং করা হতে পারে মোটা অঙ্কের জরিমানা।