১৪ দফার অঙ্গীকার, এবার মাধ্যমিকের আগে পরীক্ষার্থীদের নিতে হচ্ছে শপথ
শ্বেতা মিত্র, কলকাতা: এবারের মাধ্যমিক পরীক্ষার আগে একাধিক পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার জন্য নেওয়া হয়েছে এক গুচ্ছ পদক্ষেপ। যার মধ্যে অন্যতম, পরীক্ষার্থীদের দিয়ে শপথ বাক্য পাঠ করানো।
মাধ্যমিক পরীক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করতে হবে। এর জন্য জারি করা হয়েছে ১৪ দফার গাইডলাইন। সেগুলোই শপথ বাক্য হিসেবে পরীক্ষার্থীদের পাঠ করতে হবে। স্কুল থেকে যে দিন অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সে দিনই শপথ বাক্য পাঠ করানো হবে। শপথ বাক্য পাঠ করানো হবে স্কুলের প্রাঙ্গণে।
আরও পড়ুনঃ বদলে যাবে সময়? ভারতে চালু হচ্ছে ‘ওয়ান নেশন ওয়ান টাইম’, জানুন কী কী সুবিধা মিলবে
পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের দিয়ে শপথ বাক্য পাঠ করানোর বিষয়টা বেশ অভিনব। পর্ষদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে শিক্ষকমহল। মনে করা হয়, মাধ্যমিক ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা। তার আগে এই ১৪ দফা অঙ্গীকার পাঠ করার মাধ্যমে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
গাইডলাইন কী লেখা রয়েছে? জানা গিয়েছে, পরীক্ষার সময় কী করণীয় আর কী করণীয় নয় সে সবই মনে করিয়ে দেওয়া হয়েছে এই ১৪ দফার মাধ্যমে। ‘ভাল নম্বর পাওয়ার জন্য ভুল উপায় অবলম্বন নয়’, ‘ পরীক্ষার হলে কোনো বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার নয়’ ইত্যাদি শপথ হিসেবে পাঠ করবেন এবারের মাধ্যমিকের পরীক্ষার্থীরা। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বিতরণ করা হয়েছে ৩০ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অ্যাডমিট কার্ড নেওয়ার সময়েই শপথ বাক্য পাঠ করানো হয়।
আরও পড়ুনঃ প্রশ্নফাঁস রুখতে আরও কড়াকড়ি, উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই একাধিক রীতি বদল WBCHSE-র
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, “এ বছর মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, অ্যাডমিট কার্ড বিলির দিনই পরীক্ষার্থীদের পরীক্ষার সময়ে অবশ্য পালনীয় বিষয়গুলো শপথবাক্য পাঠ করাতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আপত্তির কিছু নেই, কিন্তু সমস্যা হচ্ছে সব পরীক্ষার্থী এক দিনেই যে অ্যাডমিট কার্ড নিতে আসবে, তার কোনও গ্যারান্টি নেই। প্রথম পরীক্ষার দিন শুরুতেই এটা করালে ভাল হত।”
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
This website uses cookies.