লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সাধ্যের মধ্যে ভাল স্মার্টফোন কেনার ইচ্ছা? Google Pixel 8a-এর দাম ব্যাপক কমল

Published on:

Google এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও Pixel 9a মার্চে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। ইতিমধ্যেই স্মার্টফোনটির রিলিজের তারিখ ও অগ্রিম অর্ডারের ডেট প্রকাশ্যে এসেছে। তবে নতুন মডেলের আগমনের থেকেও খুশির খবর হল Pixel 8a এখন ৩৮,০০০ টাকারও কমে ই-কমার্স সাইটগুলিতে বিক্রি হচ্ছে। আবার ব্যাঙ্কের অফার ধরে আরও কম মূল্যে কেনা যাবে।

Google Pixel 8a কত টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে

Pixel 8a বাজেটের মধ্যে মসৃণ ইউজার ইন্টারফেস এবং দুর্দান্ত ক্যামেরা অফার করে। সুতরাং, ৩৫,০০০ টাকার মধ্যে একটি ফিচার-প্যাকড ফোন চাইলে Google Pixel 8a দারুণ বিকল্প হতে পারে। এটি বর্তমানে ফ্লিপকার্টে ৩৭,৯৯৯ টাকায় লিস্টেড আছে। গ্রাহকরা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে অতিরিক্ত ৩,০০০ টাকা ছাড় মিলবে। যা ফোনের দামকে ৩৫,০০০ হাজার টাকায় নিয়ে আসছে।

READ MORE:  এআই দিয়ে হ্যাক করা হচ্ছে কোটি কোটি Gmail অ্যাকাউন্ট, মুহূর্তে ফোনের দখল নিচ্ছে হ্যাকাররা

Google Pixel 8a-এর অরিজিনাল দাম ছিল ৫২,৯৯৯ টাকা। অর্থাৎ ফোনটির উপর ১৮,০০০ টাকা সাশ্রয়ের সুযোগ থাকছে। প্রতি মাসে ১৫,৮৪ টাকা থেকে শুরু করে নো-কস্ট ইএমআই অপশনও বেছে নেওয়া যাবে। স্ট্যান্ডার্ড ইএমআই অপশনও থাকছে। এছাড়াও, অ্যাড-অন প্ল্যানের মধ্যে মিলবে, ৭৯৯ টাকায় ৬ মাসের স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন প্ল্যান বা ৬৪৯ টাকায় বর্ধিত ওয়ারেন্টি।

READ MORE:  UPI New Rules: PhonePe থেকে Paytm, Google সবই হবে প্রভাবিত! ১ এপ্রিল থেকে এদের চলবে না UPI | From 1st April New Rules In UPI

স্পেসিফিকেশন

গুগলের এই স্মার্টফোনে ৬.১ ইঞ্চি ফুলএইচডি+ ওলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস ৩, টেনসর জি৩ প্রসসর, ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ, ৬৪ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৪০৪ এমএএইচ ব্যাটারি রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Google Chrome ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করলে সাবধান! ধরা পড়লো বড়সড় দুর্বলতা

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.