লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মোটোরোলার চারটে ফোনের দাম ফাঁস হল, স্টোরেজ থাকবে প্রচুর, মেমরি কার্ডকে বলুন গুড বাই

Published on:

Motorola Edge 50 গত বছরের আগস্টে ভারতে লঞ্চ হয়েছিল। ফোনটির এক বছর পূর্ণ হওয়ার আগেই দেশে চলে আসতে পারে এর উত্তরসূরী Edge 60। সাথে এটির Pro ও Fusion ভেরিয়েন্টও বাজারে আসবে। এখন সমগ্র Moto Edge 60 সিরিজের ফোনগুলির দাম, র‍্যাম স্টোরেজ অপশন, ও কালার স্কিম ফাঁস হয়েছে। এছাড়াও, মোটোরোলার আরও একজোড়া আপকামিং মডেল, Moto G56 ও G86-এর দাম প্রকাশ্যে এসেছে।

Motorola Edge 60 সিরিজে দাম, স্টোরেজ, ও কালার

সূত্র উদ্ধৃত করে ৯১মোবাইলসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মটোরোলা এজ ৬০ ফিউশন ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। ডিভাইসটির দাম ৩৫০ ইউরো হতে পারে বলে আশা করা হচ্ছে যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,১০০ টাকা। ফোনটি নীল এবং ধূসর রঙের বিকল্পে পাওয়া যেতে পারে।

READ MORE:  OnePlus 12 Price: পাঁচ দিনের জন্য ১২ হাজার টাকা দাম কমলো দুর্ধর্ষ ফিচারের OnePlus 12 এর, কালই অফার শেষ | OnePlus 12 Discount

অন্যদিকে, স্ট্যান্ডার্ড মটোরোলা এজ ৬০-এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩৮০ ইউরো হতে পারে, যা প্রায় ৩৬,০০০ টাকা। এটি সবুজ ও নীল রঙে আসবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, মটোরোলা এজ ৬০ প্রো-এর মূল্য ৬০০ ইউরো হওয়ার সম্ভাবনা যা প্রায় ৫৬,৮০০ টাকা। এটি নীল, সবুজ এবং বেগুনি রঙে পাওয়া যাবে। এই ফোনে ৫,১০০ এমএএইচ ব্যাটারি ও ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন থাকবে।

READ MORE:  চোখ ফেরাতে পারবেন না, অসাধারণ ডিজাইন সহ মোটোরোলার নতুন ফোন

Moto G56 ও Moto G86 দাম, স্টোরেজ, ও কালার

মোটোরোলা কালো, নীল এবং ডিল (হালকা সবুজ) রঙের বিকল্পে মোটো জি৫৬ লঞ্চ করবে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। ডিভাইসটির ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৫০ ইউরো (প্রায় ২৩,৭০০ টাকা) হতে পারে। একই মেমরি কনফিগারেশনের জন্য মোটো জি৮৬-এর দাম সম্ভবত ৩৩০ ইউরো হতে পারে যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩১,২০০ টাকা। হ্যান্ডসেটটি সোনালী, কসমিক (হালকা বেগুনি), লাল এবং স্পেলবাউন্ড (নীল) রঙে উপলব্ধ হতে পারে।

READ MORE:  Oppo Find X8 Ultra Launched: পিছনে পাঁচটি ক্যামেরা, iPhone কে টেক্কা দিতে Oppo Find X8 Ultra দুর্ধর্ষ ফিচার সহ লঞ্চ হল, রয়েছে ওয়্যারলেস চার্জিং | Oppo Find X8 Ultra Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.