লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মাত্র ৫০ টাকায় ৭টি চ্যানেল, Netflix এর সমস্যা বাড়াল JioHotstar

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: OTT প্লাটফর্মের দুনিয়ায় নতুন চমক এসেছে। Disney+ Hotstar এবং JioCinema একত্রিত হয়ে চালু হয়েছে JioHotstar। এই নতুন প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের জন্য দারুন সব সুবিধা নিয়ে এসেছে। যেখানে 50 টাকারও কমে একাধিক OTT চ্যানেল এবং কনটেন্ট দেখা যাবে। জানলে অবাক হবেন, Netflix যেখানে প্রতি মাসে 149 টাকায় অ্যাড সাপোর্টেড প্ল্যান অফার করে, সেখানে JioHotstar একই দামে তিন মাসের সাবস্ক্রিপশন দিচ্ছে। JioHotstar-এর নতুন এই প্ল্যানগুলি Netflix-এর জনপ্রিয়তাকে কি কোন ভাবে প্রভাবিত করবে? চলুন দেখে নেওয়া যাক। 


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

Netflix-এর প্ল্যান কী কী সুবিধা পাবেন? | Netflix Plan Benefits |

Netflix-এর বর্তমানে 149 টাকায় অ্যাড সাপোর্টেড প্ল্যান অফার করে। এই প্ল্যানে শুধুমাত্র একটি মোবাইল বা ট্যাবলেট স্ট্রিমিং করার সুযোগ পাওয়া যায়। তবে এখানে একটি বড় সমস্যা হল, একসাথে শুধুমাত্র একটি ডিভাইসেই কনটেন্ট দেখা যায়। অর্থাৎ, আপনি যদি Netflix-এর এই প্ল্যান নেন, তাহলে শুধুমাত্র একটি ডিভাইসেই কনটেন্ট দেখা যাবে।

READ MORE:  বিশ্বের মধ্যে সবথেকে দ্রুত 5G স্পিড দিচ্ছে ভারতের Jio, বড় দাবি Ookla -র

এই প্ল্যানটি মূলত সিঙ্গেল ইউজারদের জন্য অনন্য একটি প্ল্যান, যারা শুধুমাত্র নিজের মোবাইল বা ট্যাবলেটে স্ট্রিমিং করে থাকেন। তবে যেহেতু এটি অ্যাড সাপোর্টেড প্ল্যান, তাই ভিডিও দেখার সময় মাঝে মাঝেই বিজ্ঞাপন আসবে। 


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

JioHotstar-এর প্ল্যান: কী সুবিধা দিচ্ছে নতুন প্ল্যাটফর্ম?

JioHotstar তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু আকর্ষণীয় প্ল্যান অফার করছে, যা Netflix-এর তুলনায় অনেকটাই সাশ্রয়ী। এর মধ্যে প্রধান তিনটি প্ল্যান হল-

  1. 149 টাকার মোবাইল প্ল্যান- JioHotstar-এর এই প্ল্যানে ব্যবহারকারীরা একটি মোবাইল ডিভাইসের মাধ্যমে কনটেন্ট দেখতে পাবেন। তবে Netflix-এর মত এটি এক মাসের জন্য নয়, তিন মাসের জন্য সুবিধা দিচ্ছে। অর্থাৎ, মাত্র 50 টাকা দিয়ে প্রতি মাসে JioHotstar ব্যবহার করা যাবে। যদিও এই প্লানটি অ্যাড সাপোর্টেড, তবে এত কম দামে দীর্ঘমেয়াদি সাবস্ক্রিপশন Netflix দিতে পাচ্ছে না। 
  2. 299 টাকার সুপার প্ল্যান- যারা একাধিক ডিভাইসে কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি চমৎকার অপশন। মাত্র 299 টাকায় তিন মাসের জন্য দুটি ডিভাইসে কন্টেন্ট দেখার সুযোগ দিচ্ছে JioHotstar, যেখানে আপনি মোবাইল, স্মার্ট টিভি বা কম্পিউটারের মাধ্যমে কনটেন্ট দেখতে পাবেন। Netflix-এর সবথেকে সস্তার প্ল্যান যেখানে শুধুমাত্র মোবাইলেই সীমাবদ্ধ, সেখানে JioHotstar এই প্ল্যানটি তিনটি ডিভাইসে দেখার সুযোগ করে দিচ্ছে।
  3. 899 টাকার সুপার প্ল্যান- যারা দীর্ঘ সময়ের জন্য সাবস্ক্রিপশন নিতে চান তাদের জন্য JioHotstar একটি বার্ষিক প্ল্যান নিয়ে এসেছে। এক বছরের জন্য মাত্র 899 টাকায় দুটি ডিভাইসে JioHotstar-এর এই প্ল্যানটি ব্যবহার করা যাবে। এটি তিন মাসের প্ল্যানের মতোই। তবে যারা বারবার রিচার্জ করতে চান না, তাদের জন্য এটি একটি সাশ্রয়ী প্ল্যান। 
READ MORE:  Hot Video: সবুজ শাড়িতে গভীর নাভি দেখিয়ে উত্তেজনা ছড়ালেন যুবতী, প্রাইভেসি রেখে দেখুন এই ভিডিও

Netflix বনাম JioHotstar: কোনটি সেরা?

Netflix-এর সব থেকে সস্তা মূল্যের প্ল্যানের মূল সমস্যা হল ডিভাইস লিমিটেশন। অর্থাৎ, মাত্র একটি ডিভাইসই কনটেন্ট দেখা যাবে। অন্যদিকে JioHotstar-এর 149 টাকার প্ল্যান একই দামে তিন মাস ব্যবহার করা যাবে, যা Netflix-এর  তুলনায় আবার তিনগুণ বেশি সুবিধা দিচ্ছে। 

এছাড়া JioHotstar-এর সুপার প্ল্যান ব্যবহার করলে একাধিক ডিভাইসে একই সাথে ভিডিও স্ট্রিমিং করা যাবে এবং টিভি বা ওয়েব ব্রাউজারের মাধ্যমেও কনটেন্ট দেখা যাবে। Netflix-এর এরকম ফিচার পেতে হলে ব্যবহারকারীদের আরো বেশি দামের প্ল্যান রিচার্জ করতে হবে, যা তুলনামূলকভাবে আরও ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে।

READ MORE:  Dui Shalik: TRP-তে লবডঙ্কা, ৭ মাসেই আয়ু ফুরোল স্টার জলসার মেগার! মে মাসেই শেষ শুটিং | Dui Shalik Is Shutting Down

নেটফ্লিক্স তাদের কন্টেন্টের মানের জন্য জনপ্রিয় হলেও দাম এবং সুবিধার দিক থেকে JioHotstar-এর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। যারা কম খরচে দীর্ঘমেয়াদি সাবস্ক্রিপশন খুঁজছেন বা একাধিক ডিভাইসে কনটেন্ট উপভোগ করতে চাইছেন, তাদের জন্য JioHotstar-এর এই প্ল্যানগুলি ভালো অপশন হতে চলেছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.