লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মাত্র ৩৫২ টাকা, পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ Redmi 14C 5G, ফোনের সাথে চমৎকার EMI প্ল্যান

Updated on:

সস্তায় একটি ৫জি ফোন কিনতে চান? তাহলে আপনার জন্য রইল একটি দারুন অফার। যেখানে মাস গেলে ৩৮৭ টাকা দিয়ে পেয়ে যাবেন একদম নতুন Redmi 14C স্মার্টফোন। সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে এই বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন। একগুচ্ছ ফিচার রয়েছে এতে। Flipkart Republic Day Sale উপলক্ষে এই ফোনের উপর বিশেষ EMI অফার দেওয়া হচ্ছে, যা শুরু ৩৫২ টাকা থেকে।

READ MORE:  এপ্রিলে বিশাল সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছে Redmi, আসছে 7,550mAh ব্যাটারির দুর্দান্ত ফোন

Redmi 14C ৫জি স্মার্টফোনের ১২৮ জিবি মডেল কিনতে পারবেন প্রতি মাসে ৩৫২ টাকা দিয়ে। ফোনের ভ্যারিয়েন্ট ও দাম সম্পর্কে জেনে নিন।

Redmi 14C 5G এর দাম ও ভ্যারিয়েন্ট

৪ জিবি + ৬৪ জিবি : ৯,৯৯৯ টাকা
৪ জিবি + ১২৮ জিবি : ১০,৯৯৯ টাকা
৬ জিবি + ১২৮ জিবি : ১১,৯৯৯ টাকা

এই ফোন স্টারলাইট ব্লু, স্টারডাস্ট পার্পল এবং স্টারগেজ ব্ল্যাক রংয়ে কেনা যাবে। ক্রেতারা সেল চলাকালীন ৫ শতাংশ ক্যাশব্যাক এবং মাত্র ৩৫২ টাকা থেকে শুরু হওয়া ইএমআই প্ল্যান উপভোগ করতে পারবেন।

READ MORE:  ১ লাখ কোটি টাকার রফতানি, দুনিয়াজুড়ে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোনের জয়জয়কার

Redmi 14C 5G এর ফিচার

এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৮৮ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। মিলবে Qualcomm Snapdragon 4 Gen 2 5G প্রসেসর, যা ৬ জিবি পর্যন্ত RAM এবং ১২৮ জিবি স্টোরেজ সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যেতে পারে।

এই স্মার্টফোনে ৫,১৬০mAh ব্যাটারি এবং ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করবে। এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা‌ পাওয়া যাবে। অন্যান্য ফিচার রয়েছে IP52 রেটিং, ৪জি ও ৫জি সাপোর্ট এবং USB টাইপ সি চার্জিং পোর্ট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Redmi K90 Pro Features: স্মার্টফোনের জগতে ঝড় তুলবে Redmi K90 সিরিজ, কবে বাজারে আসবে জেনে নিন | Redmi K90 Series Launch Timeline Leaked
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.