বাড়ির সর্বত্র লাল থেকে কালো পিঁপড়ের উপদ্রব! রইল দূর করার সহজ উপায়
বাড়ির বিভিন্ন জায়গাতেই পিঁপড়ের উপদ্রব হয়। এমনকি দরজা জানলার কোণে গর্ত করে তারা নিজেদের বাসা বানিয়ে ফেলে। ব্যাস তারপর লাইন করে চলা শুরু। খাবার দাবার কোনও কিছুই রাখার উপায় নেই, সর্বত্রই তাদের হামলা। তাহলে মুক্তির উপায়? চলুন তাহলে জেনে নেওয়া যাক কিছু অব্যর্থ দাওয়াই!
বাজারে খুব সহজেই পিঁপড়ে তাড়ানোর চক পাওয়া যায়। যে পথে পিঁপড়ে যাতায়াত করে সেই রাস্তায় চক দিয়ে দাগ কেটে দিন। এক সপ্তাহ অন্তর অন্তর এই চকের ব্যবহার করুন। দেখবেন বাড়ি থেকে পিঁপড়ে নিশ্চিহ্ন হয়েছে।
দ্বিতীয় উপায়। যেখানে অতিরিক্ত পিঁপড়ের উপদ্রব এখানে একপাত্র ভর্তি জল রেখে দিন। দেখবেন সব পিঁপড়ে ওই জলের ওপরে গিয়ে পড়েছে। তারপর আর কি জল ফেলে দিলেই হয়ে গেল।
পিঁপড়ে তাড়াতে কাজে লাগে এসেনসিয়াল অয়েলও। তুলোতে করে তেল নিয়ে দরজা জানলার কোনায় কোনায় দিয়ে দিন দেখবেন পিঁপড়ের উপদ্রব শেষ।
এছাড়াও পিঁপড়ে তাড়াতে অব্যার্থ বেকিং সোডা।ভিনিগার এবং বেকিং সোডার মিশ্রণ তৈরি করে পিঁপড়ে দেখতে পেলেই স্প্রে করে দিন। এমনকি যে সমস্ত স্থানে পিঁপড়ে বাসা বেধেছে সেই জায়গাতেও স্প্রে করুন। দেখবেন কিছু দিনেই পিঁপড়ে মুক্ত হয়েছে আপনার বাড়ি।
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
This website uses cookies.