লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

পালসার-অ্যাপাচির টেনশন বাড়াবে এই ইলেকট্রিক বাইক, বাজার কাঁপিয়ে আসতে পারে এই বছরেই

Published on:

বেঙ্গালুরুর ইভি স্টার্টআপ কোম্পানি আল্ট্রাভায়োলেট (Ultraviolette) ইতিমধ্যেই একটি ইলেকট্রিক স্পোর্টস বাইক লঞ্চ করেছে৷ এবার তারা ইলেকট্রিক স্ট্রিট নেকেড মোটরসাইকেল আনার প্রস্তুতি শুরু করল। সম্প্রতি বাইকের পেটেন্ট ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে। জল্পনা, এই বাইক কোম্পানির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে একটি বড় ইঙ্গিত। বাইকটির পেটেন্ট ইমেজ ছড়িয়ে পড়েছে নানা মহলে।

বাইকটির ডিজাইন গত বছর মিলান মোটরসাইকেল শো (EICMA)-তে প্রদর্শিত কনসেপ্ট X ইলেকট্রিক মোটরসাইকেলের উপর ভিত্তি করে তৈরি বলে মনে করা হচ্ছে। তাছাড়া এটি শার্প ক্রিজ লাইন এবং ফিউচারিস্টিক লুকস আল্ট্রাভায়োলেটের পরিচিত ডিজাইনের একটি বড় উদাহরণ৷

READ MORE:  Ultraviolette F77 SuperStreet: ফাটাফাটি ইলেকট্রিক বাইক এল দেশে, ফুল চার্জে 323 কিমি চলবে, টপ স্পিড 155 কিমি | Ultraviolette F77 SuperStreet India Launch Date

জানা গিয়েছে, মোটরসাইকেলে সাধারণত যেখানে ‘ইঞ্জিন’ থাকে, সেখানেই ব্যাটারি ইন্সটল করা হবে। F77 ইলেকট্রিক স্পোর্টস বাইকেও ইঞ্জিনের জায়গাতেই ব্যাটারি রেখেছে আল্ট্রাভায়োলেট। মূলত, কোম্পানি জানিয়েছে, যে তারা তাদের প্রথম ইলেকট্রিক স্ট্রিট নেকেড বাইক তৈরি করতে F77 Mach 2 মডেলকে অনুসরণ করবে।

বাইকের অন্যান্য বৈশিষ্ট্য হল, সিঙ্গেল পিস হ্যান্ডেলবার যা F77 Mach 2 এর তুলনায় অনেক কম প্রতিশ্রুতিবদ্ধ রাইডিং পজিশনে রয়েছে। এর হ্যান্ডেলবারগুলিতে কম সেট ক্লিপ দিতে পারে কোম্পানি। হার্ডওয়্যারের দিক থেকে, আপসাইড ডাউন ফর্ক এবং মনোশক পাওয়া যাবে। বাইকটিতে মিলবে ১৭ ইঞ্চি চাকা। সামনে এবং পিছনে থাকবে একটি ডিস্ক ব্রেক।

READ MORE:  মাইলেজের রাজা Maruti-র এই গাড়ি, মাত্র ৪ লাখেই মধ্যবিত্তের চারচাকার স্বপ্নপূরণ করছে

আশা করা হচ্ছে, যে আল্ট্রাভায়োলেট বাইকটিতে একগুচ্ছ বৈশিষ্ট্য রাখতে পারে। তালিকায় থাকবে ব্লুটুথ সংযোগ এবং নেভিগেশন-সহ একটি টাচস্ক্রিন টিএফটি ডিসপ্লে। এই বছরের শেষ নাগাদ প্রথম ইলেকট্রিক স্ট্রিট নেকেড মোটরসাইকেল উন্মোচন করতে পারে আল্ট্রাভায়োলেট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.