লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

চোখ ধাঁধানো স্মার্টফোন আনছে শাওমি, স্যামসাং এবং নাথিং

Published on:

৩ মার্চ থেকে ৬ মার্চ অনুষ্ঠিত হচ্ছে দুনিয়ার অন্যতম বড় টেক ইভেন্ট মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫। এই ইভেন্টে একাধিক নামী ব্র্যান্ডগুলি তাদের নতুন উদ্ভাবনী ডিভাইস ছাড়াও লঞ্চ করবে নতুন স্মার্টফোন। তালিকায় রয়েছে Xiaomi, Samsung এবং Nothing এর মতো ব্র্যান্ডের নাম। আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কোন কোন স্মার্টফোনের উপর নজর থাকবে আসুন জেনে নেওয়া যাক।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫

এই ইভেন্টের থিম রাখা হয়েছে “কনভার্জ, কানেক্ট, ক্রিয়েট”। প্রযুক্তির খাতে কোম্পানিগুলি কী কী উন্নয়ন করেছে তা প্রদর্শনের পাশাপাশি সামাজিক মাধ্যমে সেগুলির প্রভাব কতটা পড়তে পারে তার ভিজ্যুয়াল উপস্থাপন দেখা যাবে। এছাড়াও, মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে কোম্পানিগুলির উদ্ভাবন সম্পর্কে একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি পাবেন দর্শকরা।

READ MORE:  Doomsday Smartphone Launched: বাজারে এল প্রোজেক্টর সহ অভিনব Doomsday স্মার্টফোন, 23800mah ব্যাটারি সঙ্গে রয়েছে 200 মেগাপিক্সেল ক্যামেরা | Doomsday Smartphone 23800mah Battery

Xiaomi 15 সিরিজ

এই ইভেন্টে শাওমি আনছে ১৫ সিরিজের স্মার্টফোন। যার মধ্যে সবথেকে বেশি নজর থাকবে ১৫ আলট্রা স্মার্টফোনে। উচ্চ স্পেসিফিকেশন ছাড়াও, আয়তন ও ডিজাইনের দিক থেকেও বড় চমক হাজির করতে পারে এই মোবাইল।

Nothing Phone 3a এবং Nothing Phone 3a Plus

ব্রিটিশ কোম্পানি নাথিং আনতে চলেছে বহু প্রতীক্ষিত নাথিং ফোন ৩এ সিরিজ। এই সিরিজে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। পাশাপাশি ব্র্যান্ডের ঐতিহ্যবাহী ট্রান্সপ্যারেন্ট ডিজাইন থাকবে ফোনগুলিতে। ৪ মার্চ লঞ্চ হবে এই সিরিজ।

READ MORE:  দুর্ধর্ষ ক্যামেরা ও চমৎকার ফিচার সহ Vivo X200 Pro Mini-র এন্ট্রি হচ্ছে ভারতে

Samsung Galaxy S25 Edge

গ্যালাক্সি এস২৫ সিরিজ জানুয়ারিতে লঞ্চ হয়েছে। এই সিরিজের অধীনে আরও একটি তুখোড় ডিভাইস আনতে চলেছে কোম্পানি। গ্যালাক্সি এস২৫ এজ নামে বাজারে আসবে এই স্মার্টফোন। মিলবে একগুচ্ছ আপডেটেড ফিচার ও স্পেসিফিকেশন।

এইচএমডি ও অনর স্মার্টফোন

পুরানো ব্র্যান্ড এইচএমডি এবং অনর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন স্মার্টফোন আনতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও কোম্পানির দুই স্মার্টফোন সম্পর্কে খুব বেশি তথ্য এখনও পাওয়া যায়নি।

READ MORE:  নতুন ক্যামেরা ডিজাইন সহ নজরকাড়বে Google Pixel 9a, থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ওএস | Google Pixel 9a Specification

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.