সৌভিক মুখার্জী, কলকাতা: রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmay Krishna Das) জামিন নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে টানাপোড়ন শুরু হয়েছে। হ্যাঁ, একদিকে হাইকোর্ট যখন জামিন দিয়ে দেয়, তখন রাষ্ট্রপক্ষ আপিল করে সেই আদেশকে স্থগিত করে দেয়। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। ফলে আপাতত মুক্তি পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস, অন্তত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং নিয়মিত আপিল দায়ের না হওয়া পর্যন্ত।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আদালতের নির্দেশ
প্রসঙ্গত 30 এপ্রিল, মঙ্গলবার বিকেল 5 টা 50 মিনিট নাগাদ সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত হাইকোর্টের জামিন আদেশকে স্থগিত করে দেন। এমনকি রাষ্ট্রের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।
সূত্রের খবর, এর আগে দুপুরে বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে সওয়াল দেন। আর তার জামিনও মঞ্জুর করে দেন। বেঞ্চ যথাযথ ঘোষণা করে দেন যে, চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেতে পারেন। জানিয়ে রাখি, তার পক্ষে মামলায় লড়েছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
মামলার পটভূমি
প্রসঙ্গত জানিয়ে রাখি, 2024 সালের 25 অক্টোবর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে একটি বড় সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়। আর সেই সমাবেশের কয়েকদিনের মধ্যেই 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়। আর একই মামলায় 18 জনের নাম নিযুক্ত ছিল। এরপর 22 নভেম্বর রংপুরে আরও একটি বড় সমাবেশে নেতৃত্বে দেন তিনি। তার তিনদিন পর অর্থাৎ, 25 নভেম্বর ঢাকার বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জামিন নিয়ে লড়াই
প্রসঙ্গত, চট্টগ্রামের দায়রা জজ আদালত জানুয়ারি মাসে তার জামিন আবেদন খারিজ করে দেয়। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করে বসেন চিন্ময় দাস। আর ফেব্রুয়ারিতে হাইকোর্ট তার জামিন নিয়ে রুল জারি করে জানতে চায়, কেন তাকে জামিন দেওয়া হলো না। অবশেষে ৩০ এপ্রিল হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলেও আবারও সেখানে কালো সংকেত চলে আসে।
এখন চেম্বার আদালতের সিদ্ধান্ত অনুযায়ী হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং নিয়মিত আপিল দায়ের না হওয়া পর্যন্ত চিন্ময় দাস আপাতত মুক্তি পাচ্ছেন না।