প্রীতি পোদ্দার, কলকাতা: গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি (SSC) কর্তা সিদ্ধার্থ মজুমদার। বৈঠকে নির্ধারিত হয়, ২১ তারিখ তালিকা ওয়েবসাইটে প্রকাশ করবে। কিন্তু কথা অনুযায়ী কাজ হয়নি। গোটা দিন অপেক্ষা করার পরও মেলেনি তালিকা। গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মুহূর্তে কোনো তালিকা প্রকাশ করা হবে না। আর এই ঘোষণার মাধ্যমে ২২ লক্ষ ওএমআর শিট প্রকাশের সম্ভাবনাও যে ক্ষীণ তা বেশ বুঝতে পেরেছিল চাকরিহারারা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
হাইকোর্টে সাময়িক স্বস্তি SSC র!
এদিকে গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও OMR শিট জমা দিচ্ছে না এসএসসি কমিশন৷ তা নিয়েই আচার্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা৷ তালিকা প্রকাশ থেকে শিট আপলোড কোনো কোথায় রাখছে না কমিশন। তাই এই বিষয় নিয়ে এবার এসএসসি কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অবমাননার মামলা করেন চাকরিহারা প্রার্থী বৈশাখী ভট্টাচার্য, নসরিন খাতুন, লক্ষ্মী তুঙ্গা৷ কিন্তু সেই মামলায় হাইকোর্ট এসএসসি কমিশনের পক্ষেই সায় দিল। জানিয়ে দেওয়া হল এখনই ২২ লাখ OMR প্রকাশ করতে হচ্ছে না কমিশনকে। যার দরুন সাময়িক স্বস্তি পেল এসএসসি কমিশন।
বেতন ফেরত নিয়ে জটিলতা!
হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এর ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে যে, হাইকোর্টের নির্দেশে যদি সুপ্রিম কোর্ট কোনও পরিবর্তন করে তবে আদালত অবমাননা মামলা সুপ্রিম করতে হওয়া উচিত। কারণ হাইকোর্টের রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। যদি এসএলপি অ্যাডমিট না হত তাহলে এখানে আদালত অবমাননার মামলা করা যেত। কিন্তু এসএলপি অ্যাডমিট করা হয়েছে। তাই হাইকোর্টের রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে হাইকোর্টে আদালত অবমাননার মামলা গ্রাহ্য নয়। অন্যদিকে বেতনের ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ “অবমাননাকর মামলা আদালতে গ্রাহ্য না হওয়ায় আমরা কোনও অবস্থান জানাতে পারছি না।’’
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
জানা গিয়েছে আগামী ২৮ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। ওইদিন এসএসসি আদালত অবমাননার মামলায় হাইকোর্ট কীভাবে হস্তক্ষেপ করতে পারে মূল মামলাকারীদের তরফে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফে৷ এই আবহে টানা দু’দিনের মাথায় ঘেরাও মুক্ত হলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আজ অর্থাৎ বুধবার ৪৮ ঘণ্টা পর কলকাতা হাইকোর্টের মামলার জন্য তাঁকে এসএসসি অফিস থেকে বেরোনোর অনুমতি দেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা। কিন্তু তিনি বেরোলেও অবস্থান উঠছে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা ।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।