লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

কলারের আসল নাম দেখা যাবে! Jio, Airtel ও Vi ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার

Published on:

আপনি যদি প্রতিদিন অজানা নম্বর থেকে কল পেয়ে বিরক্ত হয়ে থাকেন, তবে এই সমস্যা খুব শিগগিরই সমাধান হতে চলেছে। দেশের তিনটি শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি—রিলায়েন্স জিও, এয়ারটেল এবং Vi—তাদের ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার আনতে চলেছে। এই ফিচারের নাম New Caller Name Presentation (CNAP), যা ব্যবহারকারীদের কলকারীর আসল নাম দেখার সুবিধা দেবে।

Truecaller-এর বিকল্প নিয়ে আসছে টেলিকম কোম্পানিগুলো

Jio, Airtel এবং Vi-এর এই নতুন CNAP ফিচার সারা দেশের কোটি কোটি মোবাইল ব্যবহারকারীর জন্য বিশাল স্বস্তি বয়ে আনবে। এতদিন, ট্রুকলার-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করে কলারের নাম দেখা যেত। তবে, নতুন এই পরিষেবা চালু হলে, ব্যবহারকারীদের আর ট্রুকলার-এর মতো অ্যাপ ডাউনলোড করতে হবে না। এই ফিচারটি সরাসরি টেলিকম অপারেটরদের মাধ্যমেই পাওয়া যাবে এবং এটি ট্রুকলার-এর মতোই কাজ করবে।

READ MORE:  অবশেষে আসছে iPhone SE 4, আগামী কাল নতুন ফোনের সঙ্গে লঞ্চ হবে ম্যাকবুক ও আইপ্যাড

টেলিকম কোম্পানিগুলোর পার্টনারশিপ

লাইভ মিন্ট-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এই নতুন ফিচার বাস্তবায়নের জন্য টেলিকম কোম্পানিগুলো কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিক্রেতার সঙ্গে অংশীদারিত্ব করেছে। সফটওয়্যার ও সার্ভারের প্রয়োজনীয়তা মেটাতে ডেল, এরিকসন, এইচপি এবং নোকিয়া-র মতো কোম্পানির সঙ্গে কাজ করছে তারা।

কীভাবে কাজ করবে CNAP ফিচার?

CNAP একটি উন্নত কলার শনাক্তকরণ পরিষেবা, যা চালু হলে ব্যবহারকারীরা অজানা নম্বর থেকে আসা কলের ক্ষেত্রে কলারের আসল ও যাচাই করা নাম দেখতে পাবেন। অর্থাৎ, কলার যে নামে সিম রেজিস্টার করেছেন, সেটাই স্ক্রিনে ভেসে উঠবে।

READ MORE:  IND vs NZ Live: ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ টিভি ও মোবাইলে কখন কোথায় দেখবেন | India vs New Zealand Champions Trophy Match Today Timing

স্প্যাম ও জালিয়াতি কল রোধে সহায়ক

ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো CNAP পরিষেবা চালুর পরিকল্পনার কথা জানায়। TRAI জানিয়েছিল যে, এটি ধাপে ধাপে চালু করা হবে এবং স্প্যাম ও প্রতারণামূলক কল নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

পরীক্ষামূলক কার্যক্রম শুরু

রিপোর্ট অনুযায়ী, টেলিকম কোম্পানিগুলো ইতোমধ্যে CNAP পরিষেবার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অর্ডার দিয়েছে এবং বিভিন্ন স্থানে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ও প্রযুক্তি স্থিতিশীল হলে, এই ফিচার সারা দেশের ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।

READ MORE:  এসি নাকি কুলার? শরীর বেশি ক্ষতি করে কে? জানলে চমকে উঠবেন

শীঘ্রই মোবাইল ব্যবহারকারীরা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক কলিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন!

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.