কম দামে ইলেকট্রিক বাইক লঞ্চ করে চমকে দিল Ola, ফুল চার্জে 250 কিমির বেশি রেঞ্জ!
Ola Electric আজ ভারতে দুটি ইলেকট্রিক বাইক রিলিজ করেছে। এই মডেল দুটি হল Roadster X ও Roadster X Plus। দ্বিতীয় মোটরসাইকেলটির লঞ্চ আমরা আগেই কভার করেছি। তাই এই প্রতিবেদনে জেনে নেব Roadster X সম্পর্কে। এটি ওলার বাজেট বৈদ্যুতিক বাইক। দাম শুরু হচ্ছে ৭৫,০০০ টাকা (এক্স শোরুম) টাকা থেকে। ডেলিভারি আগামী মাস থেকে শুরু হবে। সংস্থা বুকিং নেওয়া ইতিমধ্যেই চালু করে দিয়েছে।
ওলা রোডস্টার এক্স ২.৫ কিলোওয়াট আওয়ার, ৩.৫ কিলোওয়াট আওয়ার, এবং ৪.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম যথাক্রমে ৭৫,০০০ টাকা, ৮৫,০০০ টাকা, ও ৯৫,০০০ টাকা। ব্যাটারির সর্বোচ্চ রেঞ্জ (সার্টিফায়েড) ২৫২ কিলোমিটার। এবং এটি ব্যাটারি প্যাকের উপর নির্ভর করে কমবেশি হবে। সব ব্যাটারিতে স্ট্যান্ডার্ড হিসেবে তিন বছর ওয়ারেন্টি রয়েছে এবং অতিরিক্ত খরচ করে বাড়ানোর সুবিধা থাকছে।
ওলা রোডস্টার এক্স বৈদ্যুতিক বাইক ১১ কিলোওয়াট পিক পাওয়ার উৎপাদকারী একটি মিড-ড্রাইভ মোটর দ্বারা পরিচালিত। ২.৫ কিলোওয়াট ট্রিমের ক্ষেত্রে প্রতি ঘন্টায় সর্বাধিক গতিবেগ ১০৫ কিলোমিটার। তবে ৩.৫ কিলোওয়াট এবং ৪.৫ কিলোওয়াট ভেরিয়েন্টের জন্য টপ স্পিড ১১৮ কিলোমিটার প্রতি ঘণ্ট। হার্ডওয়্যার সেটআপের ক্ষেত্রে, ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়াল স্প্রিং আছে। ফ্রন্টে সিঙ্গেল ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেক রয়েছে।
এন্ট্রি-লেভেল ইলেকট্রিক মোটরবাইক হিসাবে এলেও, Ola Roadster X প্রচুর আধুনিক ফিচার্সে ভর্তি। যার মধ্যে উল্লেখযোগ্য ৪.৩ ইঞ্চি এলসিডি ড্যাশবোর্ড, ব্লুটুথ কানেক্টিভিটি, তিনটি রাইড মোড (ইকো, নরমাল এবং স্পোর্ট), রিজেনারেটিভ ব্রেকিং, ক্রুজ কন্ট্রোল, রিভার্স মোড, টায়ার প্রেসার অ্যালার্ট, জিও এবং টাইম ফেন্সিং, থেফট ফেন্সিং, প্রভৃতি। স্কুটারের মতো ওলার বাইকেও মুভওএস ৫ সফটওয়্যার বর্তমান।
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
This website uses cookies.