লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এবার এক ট্রেনেই যাওয়া যাবে মিজোরাম, খুব শীঘ্রই রেলপথে জুড়ছে উত্তরপূর্বের রাজ্য

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় খবর! শীঘ্রই ভারতীয় রেলের (Indian Railways) সাথে জুড়তে চলেছে মিজোরাম! সম্প্রতি উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ভৈরবী সাইরাং নিউ লাইন প্রকল্পের কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন। সূত্রের খবর, এদিন উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী অরুন কুমার চৌধুরীর সাথে নির্মানাধীন ভৈরবী সাইরাং নিউ লাইন প্রকল্পের পরিদর্শনে ছিলেন রেলের শীর্ষ আধিকারিকরাও।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

রেলের পরিদর্শনে অনেকটাই এগোবে কাজ!

বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে সম্প্রতি নিউ লাইন প্রকল্পে যে পরিদর্শন পর্ব চলেছে তাতে উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা নির্মানাধীন নিউ লাইন প্রকল্পের ওয়ার্ক সাইট পরিদর্শন করতে গিয়ে প্রকল্পটির কাউনপুই, মুয়ালখাং স্টেশন, সাইরাং স্টেশন ইয়ার্ড, টানিল ও সেতু নির্মাণের কাজ পরিদর্শন করেছেন।

READ MORE:  SECR Recruitment 2025: ভারতীয় রেলে মাধ্যমিক পাসে হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ, পরীক্ষা ছাড়াই চাকরি | Indian Railways Job

জানা গিয়েছে, পরিদর্শনের সময় উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ বাবু সাব্রুম থেকে আগরতলা স্টেশন পর্যন্ত একটি উইন্ডো ট্রেইলিংও পরিদর্শন করেন। মূলত পায়ে হেঁটে অন্যান্য শীর্ষ আধিকারিকদের নিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী দক্ষিণের স্টেশন সাব্রুম পরিদর্শনের কাজ শেষ করেন তিনি। সূত্রের খবর, অরুণবাবু এদিন সাব্রুম ল্যান্ড পোর্ট পরিদর্শন করার মাধ্যমে দুই দেশের লজিস্টিক বৃদ্ধি করার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি অর্থনৈতিক সুযোগ বাড়াতে বিশেষ পদক্ষেপ রাখেন। মনে করা হচ্ছে রেলের আকস্মিক পরিদর্শনের ফলে প্রকল্পের কাজ আরও দ্রুত গড়াবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন রেলের জিএম

বেশ কিছু সূত্র মারফত খবর, ভৈরবী সাইরাং নিউ লাইন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে সাব্রুম পরিদর্শন করে শেষ পর্বে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে রাজ্যের উন্নতি ও রেল ব্যবস্থার মাধ্যমে রাজ্যের সাথে অন্যান্য অঞ্চলের যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গভীর আলোচনা করেছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার শ্রী অরুণ কুমার চৌধুরী। জানা যায়, এদিন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে জেনারেল ম্যানেজারের পাশাপাশি উপস্থিত ছিলেন রেলের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরাও।

READ MORE:  মিলবে কনফার্ম লোয়ার বার্থ! কীভাবে, কারা পাবেন? জানিয়ে দিলেন রেলমন্ত্রী

শ্রীঘ্রই ভারতীয় রেলের সাথে জুড়বে মিজোরাম?

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, মিজোরামের আইজলকে দেশের অন্যান্য অংশের সাথে যুক্ত করতে নির্মানাধীন 51.38 কিলোমিটারের ভৈরবী সাইরাং নিউ রেল লাইন প্রকল্পটি রেলের পরিদর্শনের পর একপ্রকার সমাপ্তির পর্যায়ে পৌঁছেছে। মনে করা হচ্ছে, উত্তর পূর্ব-পশ্চিম রেলের শীর্ষ আধিকারিকদের পরিদর্শন পর্ব শেষ হওয়ার পরই এবার একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলবে কাজ।

READ MORE:  India Vs New Zealand Final: ভারত-নিউজিল্যান্ড ফাইনালের আগে গ্রাহকদের বড় ধাক্কা দিল Jio! কীভাবে দেখবেন ম্যাচ? | JioHotstar Subscription Plans

যার জেরে আশা করা যায় খুব শীঘ্রই মিজোরামের সাথে রেলপথে দেশের অন্যান্য অংশকে সংযুক্ত করা সম্ভব হবে। উল্লেখ্য, এই নতুন রেললাইন প্রকল্পটি মূলত চারটি বিভাগে বিভক্ত। জানা যাচ্ছে, ভৈরবী-হর্তকি, হর্তকি-কাউনপুই, কাউনপুই-মুয়ালখাং এবং মুয়ালখাং-সাইরাং এই 4 সেকশনে ভাগ করা হয়েছে নতুন রেল প্রকল্পটিকে। যদিও ভৈরবী-হর্তকি লাইন গত বছরই চালু করা হয়েছে ভারতীয় রেলের তরফ।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.