লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এই শহরকেই বেছে নিল Toyota, গড়ে উঠবে গাড়ি গবেষণা কেন্দ্র, চাকরি পাবে তিন হাজার মানুষ

Published on:

ভারতে এশিয়ার প্যাসিফিক অঞ্চলে তাদের তিন নম্বর রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করছে Toyota। চাকরি পাবেন ৩০০০ জন মানুষ।

কির্লোস্কার গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধে ২০২৭ সালের মধ্যে ভারতে তাদের প্রথম গবেষণা ও উন্নয়ন কেন্দ্র (R&D Facility) চালু করতে চলেছে জাপানের টয়োটা (Toyota)। দেশের মোটরগাড়ি শিল্পে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ আড়াই দশকের বেশি সময় ধরে ভারতে চুটিয়ে ব্যবসা করছে টয়োটা। এই রিসার্চ এবং ডেভেলপমেন্ট ফেসিলিটিতে গাড়ির বিকাশের জন্য নানা ক্ষেত্রে জোর দেবে সংস্থাটি।

READ MORE:  স্কুলে ফোন নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান নয়, গলদ কোথায় খুঁজল এই সমীক্ষা

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এই গবেষণা ও উন্নয়ন কেন্দ্রটি বেঙ্গালুরুতে বিদাদিতে টয়োটার উৎপাদন কারখানার কাছে অবস্থিত হবে। ২০২৭ সালের মধ্যে প্রস্তুত হয়ে যেতে পারে কারখানাটি। থাইল্যান্ড এবং চীনের পরে এটি হবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে টয়োটার তৃতীয় গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। সূত্রের দাবি, প্রথমে ২০০০ কর্মী নিয়ে যাত্রা শুরু হবে ও পরবর্তী ২ বছরে আরও ১,০০০ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।

READ MORE:  Bajaj Pulsar N125 Bike: বজাজ পালসারের নতুন মডেল লঞ্চ, শক্তিশালী ইঞ্জিন ও 60kmpl মাইলেজ!

প্রাথমিকভাবে ভারতীয় বাজারের চাহিদা পূরণের লক্ষ্যে জোর দেবে এই গবেষণা কেন্দ্রটি। এর পাশাপাশি বিশ্বব্যাপী মোটরগাড়ি বাজারের চাহিদার উপর দৃষ্টি নিবদ্ধ করবে সংস্থা। এই পদক্ষেপের ফলে টয়োটার গবেষণা, উন্নয়ন এবং উৎপাদনের জন্য বিশ্বব্যাপী কেন্দ্রে পরিণত হতে পারে ভারত। ভবিষ্যতে, এই ফেসিলিটি মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া এবং ওশিয়ানিয়া-সহ একাধিক অঞ্চলে গাড়ি তৈরির উপর জোর দিতে পারে বলে জানা গিয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সুজুকিকে অনুসরণ করছে টয়োটা। ভারতের বৃহত্তম অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সেন্টারগুলির মধ্যে অন্যতম হল, রোহতকে অবস্থিত সুজুকির গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। তাছাড়া টয়োটা এবং সুজুকির মধ্যে একটি গভীর অংশীদারিত্বও রয়েছে। তাদের মডেল আরও কাছ থেকে পড়াশোনা করবে টয়োটা। প্রসঙ্গত, দুই সংস্থার যৌথ উদ্যোগে একাধিক গাড়িও এসেছে বাজারে। যেমন, টয়োটা আরবান ক্রুজার হাইরাইডার, মারুতি গ্র্যান্ড ভিটারা, টয়োটা ইনোভা হাইক্রস এবং মারুতি ইনভিক্টো।

READ MORE:  ১ মিটার উপর থেকে ১০ বার পড়লেও ভাঙবে না, মোবাইল ফোনের আয়ু বাড়াবে নতুন কাঁচ | Corning Gorilla Glass Ceramic

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.