৮ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্টওয়েস্ট পরিষেবা, কবে কবে? দিনক্ষণ ঘোষণা কলকাতা মেট্রোর

Oindrila Sen

Updated on:

lic

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য কলকাতা মেট্রো ব্যবহার করেন। রাস্তার জাম সময় বাঁচাতে অফিস টাইমে প্রতিটা লাইনেই ভিড় থাকে চোখে পড়ার মত। তবে আগে থেকেই জানানো হয়েছিল যে ৮ই ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ বন্ধ রাখা হতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো। এবার সেই মর্মেই এল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের নির্দেশিকা। কবে পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা?


আমাদের সাথে যুক্ত হন

Join Now

সম্পূর্ণ বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো

যেমনটা জানা যাচ্ছে আগামী ১৩ই ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট লাইনের মেট্রো পরিষেবা। প্রথমে ৮ই ফেব্রুয়ারি থেকে একটানা ২৩শে মার্চ পর্যন্ত অর্থাৎ দেড় মাস গ্রিন লাইন মেট্রো বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই সময়ের মাঝে একদিকে যেমন বইমেলা রয়েছে তেমনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষাও চলবে। তাই একটানা নয়, দু ধাপে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

READ MORE:  গাড়ি থামিয়ে তরুণীকে একের পর এক কোপ! খাস কলকাতায় হাড়হিম করা কাণ্ড

প্রথমে ১৩ তারিখ থেকে ১৬ তারিখ অবধি বন্ধ রাখা হবে গ্রিন লাইন এক ও দুই। এরপর ফের ২০ই ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। সব মিলিয়ে যেখানে দেড় মাস সার্ভিস বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা আপাতত ৮ দিন করা হয়েছে। তবে এই দিনগুলিতে যাত্রীদের ভোগান্তি শিকার হতে হবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  স্বামীর কিডনি বেচে ১০ লক্ষ নিয়ে পলাতক স্ত্রী, শুনে হাইকোর্ট যা বলল …

কি কারণে বন্ধ থাকবে পরিষেবা?

আসলে দ্বীর্ঘ ৫ বছর ধরে নানা বাঁধা পেনে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ স্টেশন অবধি টানেলের কাজ শেষ হয়ে গিয়েছে। তবে এখনও অল্প কিছু পরীক্ষা হওয়া বাকি আছে, তাই আগামী ১৩ তারিখ থেকে শুরু করে ১৬ তারিখ অবধি মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। এরপর ২০ তারিখ থেকে ২৩ তারিখ অবধি বন্ধ রাখা হবে মেট্রো।

আরও পড়ুনঃ গুটখার পিক ফেললেই মোটা টাকা ফাইন! এবার আরও কড়া আইন লাগুর কথা বললেন মমতা

প্রসঙ্গত, যাত্রীদের ভোগান্তি যাতে কিছুটা কম হয় সেদিকে নজর দেওয়া হয়েছে মাত্র কর্তৃপক্ষের তরফ থেকে। কারণ শুরুর চার দিনের মধ্যে ১৫ তারিখ শনিবার ও ১৬ তারিখ রবিবার হওয়ায়  অফিস টাইমের ভিড় থাকবে না। একইভাবে ২২ তারিখ ও ২৩ তারিখ শনি ও রবিবার হওয়ায় মেট্রো ব্যবহারকারীদের কম অসুবিধার সম্মুখীন হতে হবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  ফের ঘনাচ্ছে নিম্নচাপ, বাংলার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, নামতে পারে তাপমাত্রার পারদ