লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৫.১৫ লক্ষ কোটি টাকারও বেশি সোনা কিনল ভারতীয়রা

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্টে চমকে দেওয়ার পরিসংখ্যান। গোটা বিশ্বে সোনা কেনার ব্যাপারে রেকর্ড গড়েছে ভারত। ২০২৪ সালে রেকর্ড পরিমাণ সোনা কিনেছেন ভারতীয়রা। এই সংখ্যাটা ২০২৩ সালের থেকেও বেশি।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

রেকর্ড গড়ল ভারত

বছরের ১২ মাস দেশ জুড়ে কোনও না কোনও উৎসব লেগেই থাকে। সেই সঙ্গে বিয়েবাড়ি কিংবা পারিবারিক অনুষ্ঠান রয়েছে। সব মিলিয়ে সোনা কেনার চাহিদা মোটামুটি সারা বছর জুড়েই থাকে। এছাড়া ভবিষ্যতের কথা ভেবেও অনেকে সোনা কিনে রাখেন। ভারতে সোনার চাহিদা যে বেশি, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সোনার কেনার ব্যাপারে পরিসংখ্যান যে ক্রমে বেড়েছে, সেটা হয়তো বিস্ময়কর।

READ MORE:  Howrah History: ৪৬ বছর চেষ্টা করেও দখল করতে পারেনি ইংরেজরা, হাওড়ার এই ইতিহাস জানেন না অনেকেই | When Britishers Failed To Capture Howrah

আন্তর্জাতিক স্তরে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশে সোনার চাহিদা ২০২৪ সালে ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে (৮০২.৮ টন)। ২০২৩ সালে যা ছিল ৭৬১ টন। সব মিলিয়ে ভারতীয়রা গত বছর ৫,১৫,৩৯০ কোটি টাকার সোনা কিনেছেন বলে রিপোর্টে উঠে হয়েছে। ২০২৩ সালের এই সংখ্যাটা ছিল ৩,৯২,০০০ কোটি টাকা। ‘২৪ সালে, মূল্যের বিচারে সোনার কেনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৩১ শতাংশ। তবে, ২০২৫ সালে কিছুটা হ্রাস পেতে পারে বলে রিপোর্টে অনুমান করা হয়েছে।

দাম বাড়ছে সোনালী ধাতুর

এবার আসা যাক সোনার গহনার মূল্যের হিসেবে। আগের হিসেবটা ছিল সার্বিকভাবে সোনার মূল্যের হিসেব। এবার সোনার গহনা কেনার হিসেব। রিপোর্টে লেখা হয়েছে, ২০২৪ সালে মোট ৩,৬১,৬৯০ কোটি টাকা মূল্যের ৫৬৩.৪ টন সোনার গহনা কিনেছেন ভারতীয়রা। মূল্যের দিক থেকে যেটা ২০২৩ সালের তুলনায় ২২ শতাংশ বেশি। যদিও মোট পরিমাণের বিচারে ২ শতাংশ হ্রাস লক্ষ্য করা গিয়েছে।

READ MORE:  ব্যাঙ্কের সব ছুটি বাতিল, কড়া নির্দেশ RBI এর, ঘুম উড়ল কর্মীদের

শুধু তাই নয়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সোনার বিনিয়োগের প্রতি চাহিদা ২৯ শতাংশ বেড়ে ২৩৯.৪ টন হয়েছিল। শুধুমাত্র বিনিয়োগের জন্য ১,৫৩,৭০০ কোটি টাকার সোনা কিনেছিলেন ভারতীয়রা। উল্লেখযোগ্যভাবে, ভারতে সোনার আমদানি কিন্তু কমেছে।

সোনা শুধুমাত্র আমজনতা কেনে এমনটা নয়, বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাঙ্কও সোনার মজুত করে রাখে। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক যেমন আরবিআই। একাধিক দেশে অস্থিরতা, বাজারে ঝুঁকি ইত্যাদির কথা ভেবে সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলি টানা তৃতীয় বছরের জন্য ১,০০০ টনেরও বেশি সোনা কিনেছে বলে রিপোর্টে প্রকাশ পেয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৭৩ টন সোনা কিনেছে, যা বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর মধ্যে তৃতীয় সর্বাধিক।

READ MORE:  Gold Rate: ১.২৫ লক্ষ পার করবে দাম! আজকে সোনার রুপোর দর নিয়ে বিরাট আপডেট | Todays Gold And Silver Price

আজ দেশে সোনা ও রুপোর দাম

প্রতিনিয়ত বদলাচ্ছে সোনা ও রুপোর দাম। গত দু’দিন ধরেই সোনার দাম ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী। এদিকে বেড়েছে রুপোর দামও। বিয়ের মরসুমে, আজ, ৬ ফেব্রুয়ারি সোনার দামে ভালো রকম উত্থান লক্ষ্য করা গেছে, এবং রুপোর দামও লাফিয়ে বেড়েছে। আজ ৬ ফেব্রুয়ারি ২০২৫ বাজার খোলার সঙ্গে সঙ্গে ২৪ ক্যারেট সোনার দাম ৮৬,৪০০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৯,২১০ টাকা। রুপোর কথা বলতে গেলে, আজ, ৬ ফেব্রুয়ারি ২০২৫, প্রতি কেজি রুপোর দাম ৯৯,৬০০।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.