স্যামসাং ও ওয়ানপ্লাসের দুই ফোনের মধ্যে কে সেরা

Oindrila Sen

Updated on:

2025-ktm-390-adventures-india-launch-january-30

লঞ্চ হতে কার্যত বাজার কাঁপিয়ে দিয়েছে Samsung Galaxy S25 Ultra। এআই ভিত্তিক এই স্মার্টফোন নিয়ে চর্চায় মশগুল টেকদুনিয়া। আর হবে নাই বা কেন! এমন সব ফিচার এনেছে স্যামসাং, যা তাক লাগানোর মতো। মূলত, বেশিরভাগটাই এআই নির্ভর। তবে এই স্মার্টফোনের আরও একটি দারুন বিকল্প OnePlus 13। স্পেসিফিকেশন ও দামের নিরিখে সেরা কোনটা? আসুন তুলনা দেখে নেওয়া যাক।

Samsung Galaxy S25 Ultra বনাম OnePlus 13 : দাম

স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এর ১২ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম ১,২৯,৯৯৯ টাকা। যেখানে ওয়ানপ্লাস ১৩ এর দাম প্রায় অর্ধেক, ৬৯,৯৯৯ টাকা।

READ MORE:  ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দৌড়ে সেরা কোনটা

ডিসপ্লে ও পারফরম্যান্স

স্যামসাংয়ের ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চি AMOLED প্যানেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৫০০ নিটস পিক ব্রাইটনেস। ওয়ানপ্লাসের ফোনে রয়েছে ৬.৮২ ইঞ্চি AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস।

প্রসেসরের দিক দিয়ে গ্যালাক্সি S25 আলট্রাতে রয়েছে লেটেস্ট Snapdragon 8 Elite এর কাস্টম চিপসেট, যা দুরন্ত পারফরম্যান্স দিতে সক্ষম। এটির স্টোরেজ ক্যাপাসিটি ১২ জিবি RAM ও ১ টিবি ইন্টার্নাল স্টোরেজ পর্যন্ত। অন্যদিকে, ওয়ানপ্লাসেও রয়েছে Snapdragon 8 Elite প্রসেসর এবং এটির স্টোরেজ ক্যাপাসিটি ২৪ জিবি RAM ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ পর্যন্ত।

READ MORE:  Samsung Galaxy S24 Series: S25 সিরিজ লঞ্চ হতেই Samsung Galaxy S24 স্মার্টফোনের দাম 10,000 টাকা কমল | Samsung Galaxy S24 Series Sale Offer

ব্যাটারি ও ক্যামেরা

স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০mAh, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ২৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ফোনের পিছনে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সামনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।

ওয়ানপ্লাসের এই ডিভাইসে রয়েছে ৬,০০০mAh ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এই ফোনের পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল হ্যাসেলব্লেড প্রাইমারি সেন্সর, একটি টেলিফোটো ও একটি আলট্রা ওয়াইড লেন্স। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  BGMI সহ বিভিন্ন মোবাইল গেম খেলার জন্য দুর্দান্ত স্মার্টফোন আনছে Realme, এই মাসেই লঞ্চ