স্বাস্থ্যবীমা কোম্পানির দাদাগিরি শেষ, আর ইচ্ছেমত বাড়ানো যাবে না দাম! নির্দেশ IRDAI-র

Oindrila Sen

maruti about to launch jimmy in japan with new name nomade

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সময়ের সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে স্বাস্থ্যবীমার দামও হু হু করে বেড়ে চলেছে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে প্রতিবছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে বীমার খরচ। এদিকে বয়সকালেই সবচেয়ে বেশি প্রয়োজন। তবে এবার আর নয়! ইচ্ছামত বীমার দাম বাড়াতে পারবেন না কোনো কোম্পানি। নিয়ম বেঁধে দিল ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (Insurance Regulatory and Development Authority)।

স্বাস্থ্যবীমার দাম বাড়ার সীমা বেঁধে দিল IRDAI

আজও ভারতের বেশিরভাগ মানুষের স্বাস্থ্য বীমা নেই। যার ফলে একটা মেডিক্যাল এমার্জেন্সি এলেই রীতিমত পথে বসতে হয় বহু পরিবারকে। এই সমস্যার সহজ সমাধান হল স্বাস্থ্য বীমা কিন্তু সেটাও এতটাই দামি হয়ে যাচ্ছে যে মধ্যবিত্তের নাগালের বাইরে পৌঁছাচ্ছে। বিশেষ করে বয়স হলে যখন রোগের ঝুঁকি বেশি তখন বীমা করতে গেলে মোটা টাকা গুনতে হচ্ছে। তার উপর প্রতিবছর বীমার দামও বাড়ছে লাগাম ছাড়া। এমতাবস্থায় গ্রাহকদের স্বার্থে পদক্ষেপ নিল IRDAI।

READ MORE:  এবার স্বনির্ভর হবেন মহিলারা, বাজেটে দুটি বড় ঘোষণা, মিলবে বিরাট লাভ

১০% এর বেশি বাড়ানো যাবে না প্রিমিয়াম

ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জানায় হয়েছে কোনোভাবেই ১০% এর বেশি বৃদ্ধি করা যাবে না বীমার প্রিমিয়াম। ভারতের সমস্ত বীমা কোম্পানির উপরেই লাগু হচ্ছে এই নিয়ম। যদি কোনো কারণে দাম ১০% এর বেশি বাড়ানোর প্রয়োজন পরে তাহলে আগে IRDAI এর থেকে অনুমতি নিতে হবে।

READ MORE:  ‘ক্লান্ত, ১৬ ঘণ্টা ধরে চালাচ্ছি, আর পারব না!’ কুম্ভ স্পেশ্যাল ট্রেন ছেড়ে পালালেন লোকো পাইলট

পলিসি বন্ধ করার আগেও নিতে হবে অনুমতি

শুধুমাত্র দাম বাড়ানোর ক্ষেত্রেই যে অনুমতি নিতে হবে তা নয়। কোনো স্বাস্থ্য বীমা পলিসি বা প্রোডাক্ট বন্ধ করার আগেও এবার থেকে অনুমতি নিতে হবে। হুট পলিসি বাতিল হলে সেই পলিসি গ্রাহকেরা সমস্যায় পড়তে পারেন। সেই কথা ভাবেই এই নিয়ম চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ বদলে যাবে সময়? ভারতে চালু হচ্ছে ‘ওয়ান নেশন ওয়ান টাইম’, জানুন কী কী সুবিধা মিলবে

এখানেই শেষ নয়, নয়া নিয়মে আরও বলে হয়েছে বীমা কোম্পানিগুলিকে আরও হাসপাতাল অন্তর্ভুক্তিকরণের জন্য কাজ করতেহবে। এছাড়াও কোম্পানিগুলিকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার হিসাবে হাসপাতালের স্বাস্থ্যের প্যাকেজ সম্পর্কে জানাতে হবে। এতে করে চিকিৎসার ক্ষেত্রে যেমন স্বচ্ছতা আসবে তেমনি কি চিকিৎসা হচ্ছে সেটাও জানতে পারবেন পলিসি হোল্ডার।

READ MORE:  যাত্রী সুবিধার্থে বড় উদ্যোগ, স্মার্ট কার্ড নিয়ে নয়া ব্যবস্থা কলকাতা মেট্রোর