‘মিনি হার্ট অ্যাটাক’ শ্রুতির? কী হল অভিনেত্রীর?

Oindrila Sen

Updated on:

‘মিনি হার্ট অ্যাটাক’ শ্রুতির? কী হল অভিনেত্রীর?

শীত প্রায় শেষের মুখে। তবুও হিমেল হাওয়ার পরশ লাগছে নতুন করে। কখনও প্রকৃতির মুখ ভার। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। তবে তার মাঝেই ঘুরতে বেরিয়ে পড়েছেন শ্রুতি দাস (Shruti Das)। অভিনেত্রী হওয়ার পাশাপাশি শ্রুতি ট্র্যাভেল ভ্লগার। নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। অভিনয় ও শোয়ের পাশাপাশি নিয়মিত ইউটিউব চ্যানেলে ভ্লগ আপলোড করার চেষ্টা করেন শ্রুতি। তবে সম্প্রতি হল শ্রুতির মিনি হার্ট অ্যাটাক। নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন শ্রুতি।

READ MORE:  সমুদ্রের ধারে মালতীর সাথে খালি পায়ে বর্ষবরণ প্রিয়াঙ্কার

তবে ইউটিউবে নয়, ইন্সটাগ্রামে। হার্ট অ্যাটাকের নয়, এটি একটি মজাদার ভিডিও। প্রকৃতপক্ষে, শ্রুতি শীতের দুপুরে বেড়াতে গিয়েছিলেন কলকাতার একটি অ্যামিউজমেন্ট পার্কে। সেখানে একটি বিশেষ রাইডে চড়েছিলেন শ্রুতি। তাঁর সাথে ছিলেন শ্রুতির বান্ধবী। কোনো মেকআপ করেননি শ্রুতি। চোখে পাওয়ারের কারণে ছিল চশমা। ঠোঁট রাঙিয়েছিলেন ব্রাউন শেডের লিপস্টিকে। গরম পোশাক পরেছিলেন দুইজনেই। রাইডে উঠলেও মোবাইলে ভিডিও করছিলেন শ্রুতি। রাইড চলতে শুরু করতেই ভয়ে চেঁচান শ্রুতি। এই ভিডিওতে শ্রুতি লিখেছেন, প্রায় মিনি হার্ট অ্যাটাক এসে গিয়েছিল তাঁর। তবে শ্রুতি কোথায় গিয়েছিলেন বা এই রাইডটি কেমন ছিল তা জানতে সাবস্ক্রাইব করতে হবে শ্রুতির ইউটিউব চ্যানেল।

READ MORE:  Target Rating Point: শুরুতেই সেরার তালিকায় চিরসখা, পারুল না কথা এসপ্তাহে ছক্কা হাঁকাল কে? দেখুন TRP লিস্ট | Bengali Serial TRP List This Week

সম্প্রতি শেষ হয়েছে শ্রুতি অভিনীত ধারাবাহিক ‘রাঙা বউ’। এই ধারাবাহিক চলাকালীন দীর্ঘদিনের প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar)-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রুতি। এমনকি কিনে ফেলেছেন নতুন ফ্ল্যাট। একই আবাসনে শ্রুতি ও স্বর্ণেন্দু দুটি ফ্ল্যাট কিনেছেন। শ্রুতির মা-বাবার জন্য তাঁদের মেয়ে দোতলায় একটি ফ্ল্যাট কিনেছেন। অপরদিকে শ্রুতি ও স্বর্ণেন্দু থাকবেন তিন তলার ফ্ল্যাটে।

READ MORE:  লাল টুকটুকে শাড়িতে লাস্যময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী, দর্শকরা বললেন

ইতিমধ্যেই বড় পর্দায় ডেবিউ করে ফেলেছেন শ্রুতি। উইন্ডোজ নির্মিত ফিল্ম ‘আমার বস’-এর মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটতে চলেছে তাঁর। এই ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর ফিল্মে কামব্যাক করলেন রাখি গুলজার (Rakhi Gulzar)। শ্রুতির স্বপ্ন অবশেষে সত্যি হল। স্ক্রিন শেয়ার করলেন কিংবদন্তী অভিনেত্রীর সাথে।