লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মাত্র মাস দুয়েকের অপেক্ষা! ভারতে iPhone ব্যবহারকারীদের সুসংবাদ দিতে চলেছে Apple

Published on:

অ্যাপল ইন্টেলিজেন্স (Apple Intelligence) এবার স্থানীয় ইংরেজি সংস্করণে ভারত সহ বিভিন্ন দেশের ব্যবহারকারীদের কাছে উপলব্ধ হবে। অ্যাপলের সিইও টিম কুক এমনটাই বলেছেন। মার্কিন টেক জায়ান্টটির এই এআই ফিচার্স ভারতে iPhone 16 ও iPhone 15 Pro গ্রাহকদের কাছে উপলব্ধ থাকলেও, ব্যবহারের জন্য সেটিংসে গিয়ে ডিফল্ট ভাষা ইংরেজিতে (US) পরিবর্তন করতে হয়। কিন্তু এপ্রিলে নতুন iOS 18 আপডেটের পর, iPhone ব্যবহারকারীরা তাদের ডিফল্ট ভাষা সেটিং পরিবর্তন না করে AI বৈশিষ্ট্য ব্যবহার করতে সক্ষম হবেন।

READ MORE:  iQOO Z9x 5G Discount: বিরাট অফার! ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬০০০mAh ব্যাটারির 5G স্মার্টফোন বাম্পার ছাড়ে কিনুন | iQOO Z9x 5G Offer Price

গতকাল, বিনিয়োগকারীদের সঙ্গে একটি বৈঠকে টিম কুক বলেছেন, “এপ্রিলে অ্যাপল ইন্টেলিজেন্সকে আরও ভাষায় নিয়ে আসছি আমরা। যার মধ্যে রয়েছে ফরাসি, জার্মান, ইতালিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ, জাপানি, কোরিয়ান, এবং সরলীকৃত চাইনিজ। পাশাপাশি, সিঙ্গাপুর ও ভারতের স্থানীয় ইংরেজিও আমরা যোগ করছি। যেসব মার্কেটে আমরা অ্যাপল ইন্টেলিজেন্স চালু করিনি, সেই তুলনায় যেখানে রোল আউট হয়েছে সেখানে কোম্পানির ফলাফল ইতিবাচক।”

READ MORE:  বাচ্চাদের জন্য Teen অ্যাকাউন্ট নিয়ে এল Instagram, অভিভাবকদের হাতে থাকবে নিয়ন্ত্রণ

Apple Intelligence আদতে কী

অ্যাপল ইন্টেলিজেন্স হল কোম্পানির প্রথম AI ফিচার্সের সেট, যা গত বছরের WWDC 2024 সম্মেলনে প্রথম উন্মোচন করা হয়েছিল। কিন্তু iPhone 16-এর সাথে প্রকাশিত চূড়ান্ত iOS 18 বিল্ডে এটি অনুপস্থিত ছিল। তারপর আইফোন ব্যবহারকারীদের কাছে ফিচার্সটি পৌঁছে দিতে বেশ কয়েকটি আপডেট রোল আউট করেছে অ্যাপল।

অ্যাপল ইন্টেলিজেন্স জেনমোজি, ইমেজ প্লেগ্রাউন্ড, ভিজুয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন, নতুন সিরি, রাইটিং টুলস নানা নতুন ফিচার্স নিয়ে এসেছে। আইফোন, আইপ্যাড, এবং ম্যাকে ৭ জিবি পর্যন্ত স্টোরেজ লাগছে অ্যাপল ইন্টেলিজেন্সের। তবে খুশির খবর হল, যাদের স্টোরেজ কম বা AI ফিচার্স কাজে লাগছে না, তারা অ্যাপল ইন্টেলিজেন্স সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করার বিকল্প পাবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  iPhone 16 Pro Max Discount: বাম্পার ডিসকাউন্ট, ৫৬ হাজার টাকা পর্যন্ত ছাড়ে কিনে ফেলুন iPhone 16 প্রো এবং ম্যাক্স | iPhone 16 Pro Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.