লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ভাল ক্যামেরা ছাড়াও দুর্দান্ত পারফরম্যান্স, Samsung-এর নতুন ফোন আসছে দেশে

Updated on:

Samsung তাদের ফ্ল্যাগশিপ S25 সিরিজ লঞ্চের পর, এবার একঝাঁক বাজেট এবং মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে আনতে চলেছে। কোম্পানি আলাদা করে কোনও ফোনের নাম প্রকাশ না করলেও Galaxy F সিরিজের আগমন নিশ্চিত করেছে। ফ্লিপকার্টে একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ আছে যেখানে ইংরেজি ‘এফ’ অক্ষরটি বড় করে দেখানো হয়েছে। অর্থাৎ Samsung Galaxy F সিরিজের নতুন মডেল ভারতে আসতে চলেছে।

যারা জানেন না তাদের জন্য বলে রাখি, স্যামসাং গ্যালাক্সি এফ-সিরিজের ফোনগুলি কোম্পানির অফিসিয়াল ই-স্টোর ও ফ্লিপকার্টে বিক্রি হয়। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে দৃশ্যমান থাকা মাইক্রোসাইট গ্যালাক্সি এফ সিরিজের আসন্ন ডিভাইসটিকে ফিউচারিস্টিক, ফ্যাশনেবল’, ‘ফাস্ট’ ও ‘ফটো’ হিসাবে বর্ণনা করেছে। অর্থাৎ এগুলি ফোনটিতে ভাল পারফরম্যান্স, ক্যামেরা এবং আধুনিক নকশার উপস্থিতি ইঙ্গিত করছে।

READ MORE:  সেরা ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার, Samsung Galaxy A56, A36 ও A26 আগামী মাসেই বাজারে এন্ট্রি নিচ্ছে

আরও পড়ুনঃ ১৫ হাজার টাকার কম দামে অস্থির ফিচারের সেরা স্মার্টফোন, Vivo, Realme, Motorola আছে লিস্টে

ঠিক কোন ফোন লঞ্চ হবে তার পরিচয় জানার জন্য কয়েকদিন অপেক্ষার প্রয়োজন হলেও, সম্প্রতি  Samsung Galaxy F06 এবং Galaxy F16-এর সাপোর্ট পেজ স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে দুটি ফোন একসাথে প্রকাশ হতে পারে বা যে কোনও একটি।

READ MORE:  Samsung Galaxy M35 5G Discount: 50MP ক্যামেরা ও 6000mAh ব্যাটারির Samsung 5G স্মার্টফোন বাম্পার ডিসকাউন্টে কিনুন | Samsung Galaxy M35 5G Price

উল্লেখ্য, Galaxy F16 মডেলটির সঙ্গে গত বছর অক্টোবরে বাজারে আসা Galaxy A16-এর মিল থাকতে পারে। সে ক্ষেত্রে, এতে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে, Galaxy F06-এর সঙ্গে অপ্রকাশিত Galaxy A06-এর মিল থাকবে বলেও জল্পনা চলছে। তবে একবার যখন টিজার প্রকাশ হয়েছে, খুব শীঘ্রই ডিজাইন ও ফিচার্স সামনে আসবে বলে আশা করা যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Samsung Galaxy S25 Series: ইংরেজি দুর্বল? এবার বাংলাতেই কথা বলুন AI-এর সঙ্গে, স্মার্টফোনে এল দারুণ সুবিধা | Samsung Galaxy AI Indian Language

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.