‘বাংলায় সপ্তম বেতন কমিশন গঠন হলেও লাভবান হবেন না সরকারি কর্মীরা’, DA নিয়ে নয়া তথ্য

Oindrila Sen

Updated on:

dearness allowance wb

শ্বেতা মিত্র, কলকাতা: আজ ১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট ২০২৫। আর এই বাজেটকে ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মীদের প্রত্যাশা কয়েক গুণ রয়েছে। কেন্দ্রের কোটি কোটি কর্মী জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন ডিএ বাড়বে কিনা সে বিষয়ে। অন্যদিকে ১২ তারিখ আবার বাংলার সরকার রাজ্য বাজেট পেশ করতে চলেছে। শোনা যাচ্ছে, এই বাজেটে ডিএ বৃদ্ধি থেকে শুরু করে সপ্তম বেতন পে কমিশনের ব্যাপারে কিছু ঘোষণা করতে পারে সরকার। তবে এতে কি লাভের লাভ হবে সরকারি কর্মীদের? এই নিয়ে জবাব দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

ফের সরব মলয় মুখোপাধ্যায়

বর্তমানে বাংলার সরকারি কর্মীরা যেখানে মাত্র ১৪ শতাংশ হারে DA পাচ্ছেন সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। ফলে এই ফারাকটা চোখে পড়ার মতো। এদিকে বকেয়া ও বর্ধিত হারে ডিএ বৃদ্ধির দাবিতে বছরের পর বছর ধরে সরব হয়ে আসছেন বাংলার কিছু সংখ্যক সরকারি কর্মী। যদিও আসন্ন বাজেটে সকলার ভাগ্য প্রসন্ন হলেও হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও অন্য কথা বলছেন মলয় মুখোপাধ্যায়। আদৌ কে কতটা লাভবান হবেন সেই নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ DA বৃদ্ধি থেকে নিয়োগ, রাজ্য বাজেটে কপাল খুলতে পারে প্যারাটিচার থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের

মলয় মুখোপাধ্যায় নিজের ফেসবুক পেজে লেখেন, ‘কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। কেন্দ্রের বর্তমান ডিএ ৫৩% বা ১৮ কিস্তি৷ আর দু’কিস্তি ডিএ বাকি৷ যথাক্রমে তা ০১|০১|২৫ এবং ০১|০৭|২৫, মনে করছি হয়তো ৩% বা ৪% ডিএ ঘোষণা হতে পারে৷ সেক্ষেত্রে বাকি থাকবে আর এক কিস্তি৷ এই রাজ্যের ডিএ ১৪%, অনেকেই মনে করছেন রাজ্য (১২|০২|২৫)বাজেটে বেতন কমিশন গঠন করা হবে৷ গঠন নয় হলো, কিন্তু কেন্দ্রর সঙ্গে ডিএ’র সমতা না হলে ৭ম বেতন কমিশনের নয়া বেতন লাগু করতেই পারবে না৷ ফলে তা গঠন হলে বারংবার মেয়াদ বাড়বে এবং চেয়ারম্যান সহ অনান্যদের পকেট ভারি হবে? আমাদের তাতে কী লাভ?’

READ MORE:  Trump On Bangladesh: বাংলাদেশের শিরে সংক্রান্তি, আর্থিক সাহায্য বন্ধের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প | Donald Trump Announce Stop Aid To Bangladesh

কবে হবে রাজ্য বাজেট ২০২৫?

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্য সচিবালয় নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বাজেট ১২ ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করা হবে। আর আসন্ন রাজ্য বাজেটে সরকারের তরফে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। বেতন থেকে ডিএ বাড়তে পারে অনেকের।

আরও পড়ুনঃ বাজেটের আগেই মিলল সুখবর, দাম কমল LPG-র

সূত্রের খবর, চলতি বছরের রাজ্য বাজেটে ডিএ নিয়েও বড় সিদ্ধান্ত নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার। এমনিতে সকলে ১৪ শতাংশ হারে DA পাচ্ছেন। অর্থ দফতরের একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের একলপ্তে চার শতাংশ থেকে ছয় শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। যদিও এখন সবটা সময়ের ব্যাপার।

READ MORE:  দারুণ খবর! শীঘ্রই অ্যাকাউন্টে জমা হবে ২৫০০ টাকা, জানুন বিস্তারিত তথ্য