লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বদলে যাবে সব নোট, কাগজের বদলে থাকবে প্লাস্টিক, চলবে 5000 টাকার নোট

Updated on:

অর্থনৈতিক সংকটে পড়া পাকিস্তান তাদের মুদ্রা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনেকটা ভারতের নোট বাতিলের মতোই। তবে নোট পরিবর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে বাস্তবায়ন করা হবে।

ভারতে নোট বাতিলের মতো সিদ্ধান্ত পাকিস্তানে

মানুষ যাতে এ বিষয়ে সচেতন হয় সে জন্য ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর জামিল আহমেদ বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে চালু থাকা সব কাগজের নোট পলিমার প্লাস্টিকের নোটে পরিবর্তন করা হবে। জামিল আহমেদ সিনেট কমিটিকে জানিয়েছেন, নতুন প্লাস্টিক নোটের নকশা নতুন করে তৈরি করা হবে। এছাড়াও এতে নতুন বৈশিষ্ট্য ও হলোগ্রাম যুক্ত করা হবে।

READ MORE:  Enron EGG: ১০ বছর বিদ্যুৎ ফ্রি! এক ডিমেই হবে কামাল? জানুন 'এনরগ এগ-র' আসল রহস্য | Fake Claim Over Enron Nuclear Reactor

বাজারে নতুন নোট

১০, ৫০, ১০০, ৫০০, ১০০০ ও ৫০০০ টাকার নতুন নোট বাজারে নিয়ে আসা হবে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুরনো নোট এখনই সরানো হবে না। আগামি আরও পাঁচ বছর সেগুলো বাজারে চালু থাকবে বলে মনে করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে সেগুলো বাজার থেকে তুলে নেওয়া হবে। স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংক নতুন পলিমার প্লাস্টিক ব্যাংক নোট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। এই নোটটি জনসাধারণকে ব্যবহারের জন্য দেওয়া হবে।

READ MORE:  কোন কোন বয়সে শিশুদের আধার কার্ড আপডেট করা দরকার? জেনে নিন নিয়ম

৪০টি দেশে পলিমার প্লাস্টিক নোট

বর্তমানে বিশ্বের ৪০টি দেশে পলিমার প্লাস্টিক নোট ব্যবহার করা হচ্ছে। পলিমার প্লাস্টিক নোট ব্যবহারের ফলে জাল নোটের সমস্যা থেকে অনেকটা রেহাই পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়া প্রথম এ ধরনের নোট বাজারে নিয়ে এসেছিল।

চালু থাকবে ৫০০০ টাকার

এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এটাও জানানো হয়েছে যে পাকিস্তানে ৫০০০ টাকার নোট চালু থাকবে। এমনটা সাফ জানিয়ে দিয়েছেন জামিল আহমেদ। এটি বন্ধ করার কোনো পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের নেই। পাকিস্তানে এই বড় নোটের বিরুদ্ধে অনেক দাবি উঠছিল। সিনেট সদস্য মোহাম্মদ আজিজ বলেছিলেন, এর ফলে বেশি নোট দুর্নীতির ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। কিন্তু স্টেট ব্যাঙ্কের গভর্নরের মতে, ‘এই মুহূর্তে আমাদের ৫০০০ টাকার নোটের প্রয়োজন রয়েছে।’

READ MORE:  রাইফেল, রকেট লঞ্চার, সামরিক বাহন! বাংলাদেশকে অস্ত্রে ভরে দিল চিন! কতটা বিপদ ভারতের?

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.