লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ফ্লিপকার্ট-আমাজন অতীত, অর্ডার করলে 30 মিনিটে ভিভোর ফোন বাড়ি দিয়ে যাবে Zepto

Published on:

জেপটো ও ব্লিঙ্কিটের মতো কুইক কমার্স প্ল্যাটফর্মগুলি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি স্মার্টফোন, প্রিন্টার, এমনকি ল্যাপটপ ডেলিভারি দিতেও শুরু করেছে। ব্লিঙ্কিটে ইতিমধ্যেই আইফোন, শাওমি, নোকিয়ার মোবাইল ফোন উপলব্ধ। এবার আরেক জনপ্রিয় ব্র্যান্ড Vivo তাদের দুই স্মার্টফোন জেপটো-তে বিক্রির ঘোষণা করল।

ভিভো ও জেপটো কুইক কমার্স প্ল্যাটফর্মে স্মার্টফোন বিক্রির জন্য হাত মেলানোর ঘোষণা করেছে। দিল্লিতে এই পার্টনারশিপের ফলে Vivo Y18i এবং Vivo Y29 5G মডেল দুটি জেপটো থেকে কেনা যাবে। ঘরে বসে গ্রাহক আধ ঘন্টার মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন। যেখানে ফ্লিপকার্ট অথবা আমাজনে অর্ডার করলে কয়েকদিন সময় লাগতে পারে।

READ MORE:  iPhone 16e Sales: কম দামে ফাটাফাটি ফিচার, iPhone SE-র থেকে নতুন iPhone 16e এর বিক্রি বাড়লো ৬০ শতাংশ | iPhone 16e Price

জানিয়ে রাখি, Vivo Y18i একটি বাজেট স্মার্টফোন যার দাম ৭,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এটি ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য। স্পেস ব্ল্যাক ও জেম গ্রীন কালার স্কিমে উপলব্ধ। Vivo Y29 5G আরেকটু উন্নত হ্যান্ডসেট। ডিভাইসটির ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ১৫,৪৯৯ টাকায় লিস্টেড রয়েছে। আর ৪ জিবি মডেলের দাম ১৩,৯৯৯ টাকা।

READ MORE:  iPhone সহ সমস্ত Apple প্রোডাক্টের ডেলিভারি ১০ মিনিটে, বড় ঘোষণা Zepto-র

প্রসঙ্গত, জেপটোর প্রতিদ্বন্দ্বী ব্লিঙ্কিট ১০ মিনিটের মধ্যে প্লেস্টেশন ৫ ডেলিভারি দিচ্ছে। এমনকি তারা ১০ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছে। আমাজনও ‘তেজ’ নামে তাদের কুইক কমার্স প্ল্যাটফর্ম লঞ্চের পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। যদিও সংস্থাটি একই দিনে গ্রোসারি সহ নানা জিনিসের ডেলিভারি অফার করছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  দুর্ধর্ষ ক্যামেরা ও চমৎকার ফিচার সহ Vivo X200 Pro Mini-র এন্ট্রি হচ্ছে ভারতে

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.