ফেব্রুয়ারি মাসে স্কুল-কলেজে ছুটির বন্যা! ২৬ তারিখ পর্যন্ত লাগাতার বন্ধ, একনজরে দেখে নিন ছুটির তালিকা

Oindrila Sen

Schools and colleges closed till 26th, check the list of holidays at a glance

শীতের ছুটি শেষে পরোয়ারা নতুন উদ্যমে স্কুলে ফিরেছে। তবে ফেব্রুয়ারি মাস আসতে না আসতেই ছুটির হাওয়া বইতে চলেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে একাধিক গুরুত্বপূর্ণ উৎসব এবং জাতীয় দিবস রয়েছে। যার ফলে অনেক রাজ্যে স্কুল ও কলেজের ছুটি ঘোষণা করা হয়েছে।

আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিত জানিয়ে দেব আগামী ফেব্রুয়ারি মাসে কবে কবে স্কুল বন্ধ থাকবে, যাতে শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা আগে তাকেই পরিকল্পনা গ্রহণ করতে পারে।

ফেব্রুয়ারি ২০২৫: ছুটির সম্পূর্ণ তালিকা

ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ ছুটির তালিকা নীচে আলোচনা করা হল- 

২ ফেব্রুয়ারি (রবিবার) – সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমী

বসন্ত পঞ্চমী, যাকে সরস্বতী পূজাও বলা হয়। এটি জ্ঞান ও শিক্ষার দেবী মা সরস্বতীর আরাধনার দিন। বিশেষত পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অসম, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে এই উৎসব খুবই জনপ্রিয়। এই দিনটিতে বেশিরভাগ স্কুল ও কলেজ বন্ধ থাকে, বিশেষত সেখানে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

READ MORE:  সিম সক্রিয় রাখার সস্তা প্ল্যান বন্ধ বন্ধ করে দিল Jio, গ্রাহকদের জন্য বড় ধাক্কা

১৯ ফেব্রুয়ারি (বুধবার) – ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী

এই দিনটি মহারাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এটি মহারাষ্ট্রের মহান শাসক ছত্রপতি শিবাজী মহারাজের জন্মদিন। মহারাষ্ট্র ছাড়াও গোয়া ও কর্নাটকের বেশ কিছু অংশে এই দিনে স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়।

২৪ ফেব্রুয়ারি (সোমবার) – গুরু রবিদাস জয়ন্তী

গুরু রবিদাস সেন ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান সাধক এবং সমাজ সংস্কারক। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও দিল্লির মতো রাজ্যে এই দিনটিতে স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়। 

READ MORE:  কর্মশ্রী দিয়ে বাংলার বাড়ি প্রকল্পে মজুরি, কর্মসংস্থানের দারুণ উদ্যোগ নিল রাজ্য সরকার

২৬ ফেব্রুয়ারি (বুধবার) – মহা শিবরাত্রি

ভারতের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহা শিবরাত্রি এই বছর ২৬শে ফেব্রুয়ারি পড়েছে। দেশ জুড়ে হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনে উপবাস করেন, শিব মন্দিরে পুজো করেন এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। 

সাধারণত এই উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যে স্কুল এবং কলেজ বন্ধ থাকে। বিশেষত উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, কর্নাটক এবং পশ্চিমবঙ্গে এই দিনগুলোতে স্কুল কলেজ বন্ধ থাকে। 

ছুটির তালিকা চূড়ান্ত নয়: নিশ্চিত হতে কী করবেন?

উপরোক্ত ছুটির তালিকা রাজ্য ভিত্তিক এবং শিক্ষা প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। তাই পড়ুয়ারা এবং অভিভাবকরা নিজেদের স্কুলের ডায়েরী, সরকারের নোটিশ বা স্থানীয় শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি দেখে এই ছুটি সম্বন্ধে নিশ্চিত হতে পারেন। 

READ MORE:  এক প্ল্যানে চলবে গোটা ফ্যামিলির মোবাইল, বাম্পার অফার আনল Jio

এই ছুটির তালিকা আপনারা বিভিন্ন জায়গা থেকে পেতে পারেন। যেমন-

  • সংশ্লিষ্ট রাজ্যের শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট,
  • স্কুলের বা কলেজের অফিসিয়াল নোটিশ বোর্ড, 
  • স্থানীয় প্রশাসনের ছুটির তালিকা, 

ফেব্রুয়ারি মাস সংক্ষিপ্ত হলেও এই মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছুটি রয়েছে, যা পড়ুয়াদের বিশ্রামের সুযোগ দেবে। একই সঙ্গে এই উৎসবগুলির মাধ্যমে তারা নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আরও জ্ঞান লাভ করতে পারবে।