লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ফেব্রুয়ারি মাসে রেশনে চাল গম বেশি দেবে? এ মাসে কী কী পাবেন দেখে নিন

Updated on:

পশ্চিমবঙ্গের দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার প্রতি মাসে বিনামূল্যে রেশন সরবরাহ করে থাকে। চলতি ফেব্রুয়ারি মাসের রেশনের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নীচে বিভিন্ন রেশন কার্ড অনুযায়ী প্রাপ্য সামগ্রীর বিবরণ বিস্তারিত দেওয়া হল।

AAY (অন্ত্যোদয় অন্ন যোজনা) কার্ডধারী

  • চাল- ২১ কেজি
  • গম/আটা- ১৩.৩ কেজি

PHH ও SPHH কার্ডধারী

  • চাল- ৩ কেজি
  • গম/আটা- ১.৯ কেজি

RKSY-I কার্ডধারী

  • চাল- ৫ কেজি
  • গম/আটা- দেওয়া হয় না 
READ MORE:  Gold And Silver Price Today: টানা দর পতনের পর আবারও ছ্যাঁকা দিচ্ছে সোনা, রুপো শোনাচ্ছে সুখবর! দেখুন আজকের রেট | APR 10 Gold And Silver Price

RKSY-II কার্ডধারী

  • চাল- ২ কেজি
  • গম/আটা- দেওয়া হয় না

উল্লেখ্য জঙ্গলমহল এবং পাহাড়ি এলাকার জন্য রাজ্য সরকার বিশেষ রেশন প্যাকেজ প্রদান করে। এই অঞ্চলের পরিবারগুলির জন্য অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ করা হয় রাজ্য সরকারের তরফ থেকে।

রেশন সামগ্রী বিতরণে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। প্রতিটি রেশন দোকানে মাসের শুরুতেই প্রাপ্য সামগ্রীর তালিকা প্রকাশ করা হয়। এছাড়া গ্রাহকদের মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে গ্রাহকদের প্রাপ্য খাদ্য সামগ্রীর তথ্য পাঠানো হয়। এছাড়া রেশন সামগ্রী নিয়ে কোন রকম সমস্যা হলে নিকটস্থ রেশন দোকান বা সংশ্লিষ্ট খাদ্য দপ্তরে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

READ MORE:  LinkedIn Top Companies 2025: Google, Amazon নয় চাকরির জন্য ভারতের সেরা কোম্পানি এগুলি | Best Company In India For Job

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্য সরকার বিশেষ নজরদারিও চালাচ্ছে। প্রতিটি রেশন দোকানে সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে আধিকারিকরা মনোযোগ সহকারে কাজ করছেন। এছাড়া রেশন ব্যবস্থাকে আরও সহজলভ্য করে তোলার জন্য অনলাইন পরিষেবা চালু করা হয়েছে। 

সুতরাং, ফেব্রুয়ারি মাসে রেশন সামগ্রীর পরিমাণে কোনরকম পরিবর্তন আসেনি। প্রতিটি রেশন কার্ডধারীরা তাদের নির্ধারিত পরিমাণ অনুযায়ী রেশন সামগ্রী পাবেন। রেশন সামগ্রী গ্রহণের সময় প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে রেশন সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে।

READ MORE:  আপনার WhatsApp অন্য কেউ ব্যবহার করছে না তো? অবশ্যই একবার চেক করুন এভাবে | how to check WhatsApp account use someone
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.