ফুল চার্জে যাবে 501 কিমি! বাজার কাঁপিয়ে লঞ্চ হল Ola Roadster X Plus ইলেকট্রিক বাইক

Oindrila Sen

Updated on:

ola-roadster-x-plus-launch-price-range-features--india

Ola Electric আজ ভারতে তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছে। মডেল দুটি হল Roadster X এবং Roadster X Plus। প্রথমটির তুলনায় দ্বিতীয় মডেলটি আরও প্রিমিয়াম এবং দুই রকম ব্যাটারি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে — ৪.৫ কিলোওয়াট আওয়ার এবং ৯.১ কিলোওয়াট আওয়ার। দাম যথাক্রমে ১.০৫ লক্ষ টাকা এবং ১.৫৪ লক্ষ টাকা। শুনলে অবাক হবেন, উচ্চ ব্যাটারি অপশনটি ৫০০ কিলোমিটারের বেশি ছুটবে বলে দাবি করেছে ওলা।

Ola Roadster X Plus: স্পেসিফিকেশন ও ফিচার্স

দুটি দামই এক্স-শোরুম এবং এগুলি প্রাথমিক মূল্য। অর্থাৎ পরবর্তীতে দাম বাড়ানো হতে পারে। নিম্ন ভেরিয়েন্টের ডেলিভারি আগামী মাস থেকে শুরু হবে। আর ৯.১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ট্রিমের ডেলিভারি আগামী ত্রৈমাসিক থেকে চালু হবে। এটি ফুল চার্জে ৫০১ কিলোমিটার ছুটবে বলে দাবি করা হয়েছে। মনে রাখবেন, এটি সার্টিফায়েড রেঞ্জ, ফলে বাস্তবে বেশ খানিকটা কম রেঞ্জ মিলবে।

READ MORE:  পেট্রল গাড়ির থেকে 80 শতাংশ সস্তা! 2 ঘন্টা চার্জ দিলে 200 কিমি ছুটবে এই ইলেকট্রিক গাড়ি

অন্যদিকে, ৪.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি এক চার্জে ২৫২ কিলোমিটার ছুটবে। ব্যাটারিতে স্ট্যান্ডার্ড হিসেবে তিন বছর ওয়ারেন্টি মিলবে। তবে অতিরিক্ত অর্থ প্রদানের মাধ্যমে ওয়ারেন্টি ৫ বছর বা ৮ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। পারফরম্যান্সের ক্ষেত্রে, ওলা রোডস্টার এক্স প্লাস ইলেকট্রিক বাইকে ১১ কিলোওয়াট পাওয়ার উৎপাদনকারী মিড-ড্রাইভ মোটর রয়েছে।

উভয় ব্যাটারি ভেরিয়েন্টে টপ স্পিড প্রতি ঘন্টায় ১২৫ কিলোমিটার। ২.৭ সেকেন্ডে ০-৪০ কিমি/ঘন্টা গতি তোলা যাবে। ওলার স্কুটারের মতো নতুন বাইকটিও জেন ৩ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে, স্মার্টফোন কানেক্টিভিটি ও মুভওএস ৫ চালিত ৪.৩ ইঞ্চি এলসিডি ড্যাশবোড়, তিনটি রাইড মোড (ইকো, নরমাল এবং স্পোর্ট), রিজেনারেটিভ ব্রেকিং, ক্রুজ কন্ট্রোল, রিভার্স মোড, টায়ার প্রেসার অ্যালার্ট, জিও এবং টাইম ফেন্সিং, টো এবং থেফ্ট ফেন্সিং।

READ MORE:  Ola Gen 3 Electric Scooter: মাস শেষে চমক, 31 জানুয়ারি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ইলেকট্রিক স্কুটার আনছে Ola | Ola Gen 3 Electric Scooter Launch Date

আরও পড়ুনঃ হোন্ডার এই বাইকটি সবথেকে বেশি পছন্দ চাকুরে-ব্যবসায়ীদের, অবাক করা মাইলেজ

আবার ডিসপ্লেতে সময়োপযোগী ওটিও আপডেটও থাকবে। ওলা রোডস্টার সিরিজ সেগমেন্টের প্রথম পেটেন্ট নেওয়া ব্রেক-বাই-ওয়্যার প্রযুক্তি সহ এসেছে, যার মধ্যে সিঙ্গেল-চ্যানেল ABS উপলব্ধ। ব্যাটারিটির IP67 সার্টিফিকেশন রয়েছে এবং এটি জলরোধী ও ধুলো-প্রতিরোধী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  বাজার তোলপাড়ের অপেক্ষা! লঞ্চের আগেই ফাঁস Ola Electric-এর নতুন Gen 3 স্কুটারের দাম