ফুটফুটে হয়ে যাবে মুখ, প্রতিদিন ঘুমানোর আগে ১৫ মিনিটের জন্য করুন এই কাজটা, পাবেন তৎক্ষণাৎ রেজাল্ট

Oindrila Sen

Updated on:

ফুটফুটে হয়ে যাবে মুখ, প্রতিদিন ঘুমানোর আগে ১৫ মিনিটের জন্য করুন এই কাজটা, পাবেন তৎক্ষণাৎ রেজাল্ট

শীতকাল পড়তে শুরু করেছে আর এই শীতের মরশুমে ত্বক হয়ে ওঠে শুষ্ক এবং ফ্যাকাসে। প্রতিটি ঋতুতে ত্বকের যত্ন নেওয়া জরুরি এবং শীতের ঋতুতে কিন্তু আরো বেশি জরুরী এটা। সেই কারণে, যাতে ত্বকে কোনরকম শুষ্কতা, কালো ভাব অথবা ছোপ ছোপ দাগ এবং পিগমেন্টেশন না হয়, তার জন্য আপনাকে অবশ্যই এই শীতকালের সময়টায় ত্বকের এবং মুখের সঠিক যত্ন নিতে হবে। আর এর জন্য সবথেকে বেশি কাজে লাগবে নারকেল তেল। আপনি যদি প্রতিদিন এই তেলটি নির্দিষ্ট পদ্ধতিতে লাগাতে পারেন তাহলে আপনার মুখ একেবারে উজ্জ্বল হয়ে যাবে এবং সমস্ত রকমের কালো দাগ দূর হয়ে যাবে ম্যাজিকের মত।

READ MORE:  জ্বলজ্বল করবে মুখ, গরমকালে 'এটি' লাগিয়ে দেখুন, তিন দিনে ত্বক হয়ে যাবে উজ্জ্বল

নারকেল তেলের উপকারিতা অনেক বেশি এবং ব্যবহার পদ্ধতি খুবই সহজ। নিজেকে আয়নায় সুন্দর দেখতে চাইলে এই তেল আপনি ব্যবহার করতে পারেন। আপনিও যদি বারবার পার্লারে গিয়ে নতুন নতুন থেরাপি করে থাকেন তাহলে এই তেল ব্যবহার করে আপনি খুব ভালো ত্বক পেতে পারেন। এই তেলে এমন কিছু উপকারী উপাদান রয়েছে যার জন্য আপনার বাহ্যিক ত্বক সমস্ত সংক্রমণ থেকে রক্ষা পায়। এটা আমাদের ত্বকের একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার এর মত কাজ করতে পারে। চোখের নিচ এবং ঠোঁটের মত সংবেদনশীল জায়গায় আপনি যদি এই তেল ব্যবহার করেন তাহলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন।

READ MORE:  আর ব্যবহার করতে হবে না কসমেটিক্স, কাঁচের মতো উজ্জ্বল ত্বক পেতে ব্যভার করুন রান্নাঘরের এই জিনিস

নারকেল তেল আপনার ত্বক হাইড্রেট করে, এটির ফ্যাটি অ্যাসিড আপনার ত্বক উজ্জ্বল করে। ফলে শীতের সময় কোন ধরনের কোন সমস্যা হয় না। পাশাপাশি, নারকেল তেল ব্রণ দূর করে। ত্বকের বলি রেখা এবং সমস্ত ধরনের ফাইন লাইন দূর করতে পারে নারকেল তেল। এছাড়াও, নারকেল তেলে উপস্থিত সান প্রটেকশন ফ্যাক্টর আপনাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচাতে পারে। নারকেল জলে উপস্থিত এন্টি ইনফ্লামেটরি ফ্যাক্টর আপনার ত্বকের দাগ দূর করতে সহায়তা করবে। এছাড়াও, অন্যান্য অনেক সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি নারকেল তেল ব্যবহার করতে পারেন।

READ MORE:  ৫৫ বছর বয়সেও টানটান জেল্লাদার ত্বক, এমন সৌন্দর্য্য পেতে রোজ পান করুন এই বিশেষ ড্রিঙ্কস

প্রতিরাতে ঘুমানোর আগে আপনি আপনার মুখে নারকেল তেল ব্যবহার করবেন। আপনার মুখ পরিষ্কার করতে পারবেন আপনি এবং তারপরে নারকেল তেল লাগাবেন। এছাড়াও আপনার হাতে পায়ে নারকেল তেল আপনি লাগাতে পারেন। চুলেও আপনি নারকেল তেল নিয়মিত লাগাতে পারেন, এর ফলে আপনার চুল নরম সিল্কি এবং চকচকে হবে।