পালসার-অ্যাপাচির টেনশন বাড়াবে এই ইলেকট্রিক বাইক, বাজার কাঁপিয়ে আসতে পারে এই বছরেই

Oindrila Sen

2025 yamaha r3 india launch soon design patent reveals key details

বেঙ্গালুরুর ইভি স্টার্টআপ কোম্পানি আল্ট্রাভায়োলেট (Ultraviolette) ইতিমধ্যেই একটি ইলেকট্রিক স্পোর্টস বাইক লঞ্চ করেছে৷ এবার তারা ইলেকট্রিক স্ট্রিট নেকেড মোটরসাইকেল আনার প্রস্তুতি শুরু করল। সম্প্রতি বাইকের পেটেন্ট ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে। জল্পনা, এই বাইক কোম্পানির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে একটি বড় ইঙ্গিত। বাইকটির পেটেন্ট ইমেজ ছড়িয়ে পড়েছে নানা মহলে।

বাইকটির ডিজাইন গত বছর মিলান মোটরসাইকেল শো (EICMA)-তে প্রদর্শিত কনসেপ্ট X ইলেকট্রিক মোটরসাইকেলের উপর ভিত্তি করে তৈরি বলে মনে করা হচ্ছে। তাছাড়া এটি শার্প ক্রিজ লাইন এবং ফিউচারিস্টিক লুকস আল্ট্রাভায়োলেটের পরিচিত ডিজাইনের একটি বড় উদাহরণ৷

READ MORE:  Activa ভুলে যাবেন, বিদেশে বিক্রিত হোন্ডার জনপ্রিয় স্টাইলিশ স্কুটার আসছে ভারতে

জানা গিয়েছে, মোটরসাইকেলে সাধারণত যেখানে ‘ইঞ্জিন’ থাকে, সেখানেই ব্যাটারি ইন্সটল করা হবে। F77 ইলেকট্রিক স্পোর্টস বাইকেও ইঞ্জিনের জায়গাতেই ব্যাটারি রেখেছে আল্ট্রাভায়োলেট। মূলত, কোম্পানি জানিয়েছে, যে তারা তাদের প্রথম ইলেকট্রিক স্ট্রিট নেকেড বাইক তৈরি করতে F77 Mach 2 মডেলকে অনুসরণ করবে।

বাইকের অন্যান্য বৈশিষ্ট্য হল, সিঙ্গেল পিস হ্যান্ডেলবার যা F77 Mach 2 এর তুলনায় অনেক কম প্রতিশ্রুতিবদ্ধ রাইডিং পজিশনে রয়েছে। এর হ্যান্ডেলবারগুলিতে কম সেট ক্লিপ দিতে পারে কোম্পানি। হার্ডওয়্যারের দিক থেকে, আপসাইড ডাউন ফর্ক এবং মনোশক পাওয়া যাবে। বাইকটিতে মিলবে ১৭ ইঞ্চি চাকা। সামনে এবং পিছনে থাকবে একটি ডিস্ক ব্রেক।

READ MORE:  দেশের একমাত্র মোটরসাইকেল যা ৩৩০ কিমি অব্দি মাইলেজ দেয়, নাম শুনলে চমকে যাবেন

আশা করা হচ্ছে, যে আল্ট্রাভায়োলেট বাইকটিতে একগুচ্ছ বৈশিষ্ট্য রাখতে পারে। তালিকায় থাকবে ব্লুটুথ সংযোগ এবং নেভিগেশন-সহ একটি টাচস্ক্রিন টিএফটি ডিসপ্লে। এই বছরের শেষ নাগাদ প্রথম ইলেকট্রিক স্ট্রিট নেকেড মোটরসাইকেল উন্মোচন করতে পারে আল্ট্রাভায়োলেট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন