নগদ কত টাকা পর্যন্ত বাড়িতে রাখতে পারবেন? এর বেশি টাকা থাকলেই জরিমানা সহ জেল হবে

Oindrila Sen

Updated on:

How much cash can you keep at home?

বর্তমানে ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেলেও অনেকেই জরুরি প্রয়োজনে নগদ টাকা বাড়িতে সংরক্ষণ করে রাখে। কিন্তু আপনা কি জানেন নগদ অর্থ বাড়িতে সংরক্ষণ করে রাখার নির্দিষ্ট সীমা রয়েছে কিনা?

আয়কর বিভাগ (Income Tax Department) নগদ অর্থ সংরক্ষণের জন্য বেশ কিছু নিয়ম তৈরি করেছে। এই নিয়ম লঙ্ঘন করলে আয়কর দপ্তর থেকে তদন্ত করা হতে পারে, এমনকি জরিমানাও করা হতে পারে। তাই জেনে নিন নগদ অর্থ রাখার নিয়ম এবং লেনদেনের সঠিক পরিকাঠামো। 

বাড়িতে নগদ অর্থ রাখার সীমা কত?

আয়কর বিভাগ (Income Tax Department) বাড়িতে নগদ অর্থ সংরক্ষণের জন্য কোন রকম নির্দিষ্ট সীমা নির্ধারণ করেনি। অর্থাৎ, কেউ চাইলে নিজের বাড়িতে যে কোন পরিমাণ অর্থ সংরক্ষণ করে রাখতে পারে। তবে আয়ের বৈধ উৎসের প্রমাণ থাকতে হবে। 

  • যদি আয়কর বিভাগ কোন অজানা সূত্রে বড় অংকের টাকা উদ্ধার করতে পারে, তাহলে সেই টাকার উৎস সম্পর্কে বৈধ তথ্য প্রমাণ করতে হবে।
  • বৈধ উৎসের নথি দেখাতে যদি ব্যর্থ হন, তাহলে সেই টাকা বাজেয়াপ্ত করা হতে পারে এবং এমনকি জেল পর্যন্ত হতে পারে।
READ MORE:  TRAI-এর নির্দেশে জব্দ Airtel, Jio! হটাৎ করেই ২টি প্ল্যানের দাম কমিয়ে দিল

বিপদে পড়তে পারেন যদি….

আমরা প্রায়ই খবরে দেখতে পাই, ব্যবসায়ী বা সরকারি কর্মকর্তার বাড়িতে আয়কর তল্লাশি চালিয়ে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছে। যদি এই অর্থের উৎস সম্পর্কে সঠিক তথ্য না থাকে তাহলে Income Tax Department সেই টাকা বাজেয়াপ্ত করতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করতে পারে।

তাই নগদ অর্থ রাখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার। যেমন-

  • আয়ের উৎসের বৈধতা প্রমাণ করতে হবে।
  • ব্যাংক লেনদেনের রেকর্ড এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে হবে। 
  • নগদ লেনদেনের পরিমাণ সীমিত রাখার চেষ্টা করতে হবে। 
READ MORE:  Child PAN Card: বাচ্চার জন্যও তৈরি করা যাবে নাবালক Pan Card, সহজ উপায় জানিয়ে দিল আয়কর দফতর | How to Apply PAN Card for Children

নগদ লেনদেনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম

  • কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডের (CBDT) নিয়ম অনুযায়ী ব্যাংক থেকে একবারে ৫০ হাজার টাকা বা তার বেশি নগদ টাকা তুলতে গেলে প্যান কার্ড জমা দিতে হবে। 
  • যদি একটি ব্যাংক একাউন্ট থেকে এক বছরে ২০ লক্ষ টাকার বেশি নগদ টাকা তোলা হয়, তাহলে আয়কর বিভাগ তল্লাশি চালাতে পারে।
  • একবারে ২ লক্ষ টাকার বেশি নগদ টাকা ব্যাংকে জমা করলে প্যান কার্ড এবং আধার কার্ড দেখাতে হবে। 
READ MORE:  স্বাস্থ্যসাথী প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে! মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

তাই বাড়িতে যত খুশি নগদ টাকা রাখা যাবে। তবে আয়ের বৈধ উৎসের প্রমাণ থাকা জরুরী। ব্যাংক থেকে বড় অংকের নগদ টাকা তুলতে গেলে প্যান কার্ড এবং আধার কার্ড বাধ্যতামূলক, এটি মাথায় রাখতে হবে। অযথা বেশি নগদ টাকা সংরক্ষণ না করে ডিজিটাল লেনদেনকে অগ্রাধিকার দেওয়া সবথেকে নিরাপদ এবং সুবিধাজনক কাজ হবে।