দেশের প্রথম বুলেটপ্রুফ রোলস রয়েস কিনলেন মুকেশ আম্বানি, গাড়ির বৈশিষ্ট্য শুনলে মাথা ঘুরবে!

Oindrila Sen

Updated on:

দেশের প্রথম বুলেটপ্রুফ রোলস রয়েস কিনলেন মুকেশ আম্বানি, গাড়ির বৈশিষ্ট্য শুনলে মাথা ঘুরবে!

চোখ ধাঁধানো গাড়ি কালেকশনের প্রসঙ্গ উঠলে সবার প্রথমে আসে মুকেশ আম্বানির পরিবার। জিও’র মালিক মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কাছে রয়েছে বিশ্বের বিখ্যাত সব চার চাকা। সম্প্রতি আম্বানির পরিবারের গ্যারাজে যোগ দিল আরও অনবদ্য এক গাড়ি। এটি দেশের প্রথম বুলেটপ্রুফ রোলস রয়েস। ভারতের মধ্যে সবথেকে বেশি ১০টি রোলস রয়েস রয়েছে আম্বানিদের কাছে। এদিন যে নতুন মডেল যোগ দিয়েছে সেটি হল রোলস রয়েস কুলিনান।

অনলাইনে গাড়ির ছবি ইতিমধ্যে ছড়াতে শুরু করেছে। ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। দুনিয়াজুড়ে ছড়িয়ে এই পরিবারের ব্যবসা ও সুনাম। সেই ধারা বজায় রাখতে আম্বানি পরিবারের দৈনন্দিন জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি চার চাকা। নতুন যে রোলস রয়েস যুক্ত হয়েছে, তা কোনো সাধারণ গাড়ি নয়। এটি গোটা দেশের প্রথম বুলেটপ্রুফ রোলস রয়েস।

READ MORE:  মকর সংক্রান্তিতে মুকেশ আম্বানির বিশেষ উপহার! ২০০ দিনের Jio-র সস্তা আনলিমিটেড 5G রিচার্জ প্ল্যান

মুকেশ আম্বানির নতুন গাড়ি

এটি একটি রোলস রয়েস কুলিনান সিরিজ ১ মডেল হিসাবে দাবি করা হয়েছে নেটমাধ্যমে। যদিও গাড়িটি অনেকদিন আগে থেকেই আম্বানির পরিবারের সঙ্গে ছিল। সম্প্রতি গাড়িতে বুলেটপ্রুফ মডিফিকেশন করানো হয় বলে সূত্রের দাবি। সাধারণত মুকেশ আম্বানিকে অন্যতম সেরা সুরক্ষিত মডেল মার্সিডিজ বেঞ্জ এস ৬৮০ গার্ড এই মডেলেই দেখা যায়। তবে বাড়তে থাকা SUV-এর চাহিদার মাঝে, এবার আম্বানি পরিবারকে সঙ্গ দেবে নতুন রোলস রয়েস কুলিনান।

READ MORE:  একটা স্মার্টফোনের দামেই Royal Enfield Classic কেনা সম্ভব, এই স্কিম জানেন তো?

গাড়ির বৈশিষ্ট্য

এই গাড়ি বলা চলে বিলাসবহুলতার এক প্রতীক। রয়েছে ৬.৭৫ লিটার টুইন-টার্বোচার্জড V১২ ইঞ্জিন, যা ৫৬৩ হর্সপাওয়ার এবং ৮৫০ এনএম টর্ক উৎপন্ন করে। দুর্দান্ত কাস্টমাইজেশন বিকল্পের জন্য পরিচিত গাড়িটি। গাড়ির দাম কাস্টমাইজেশনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাড়তে থাকে। এক্ষেত্রে, একটি স্ট্যান্ডার্ড কুলিনান সম্ভবত আর্মার্ড বডিওয়ার্কের জন্য একটি ওয়ার্কশপে পাঠানো হয়েছিল, যার ফলে এর চূড়ান্ত মূল্য অনুমান করা কঠিন। তাই গাড়িটির দাম এখনও অজানা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ভ্যালেন্টাইনস উইক উপলক্ষে ৮০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে Realme স্মার্টফোন, দেখুন অফার