লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দেশের কোটি কোটি দোকানদারকে উপহার জিওর, বিনামূল্যে পাওয়া যাবে জিও সাউন্ডপে পরিষেবা

Updated on:

বর্তমান সময়ে ছোট দোকান বলুন বা বড় দোকান, সব জায়গায় সাউন্ডবক্স দেখতে পাওয়া যায়, যার উপর কিউআর কোড থাকে এবং এই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলেই দ কত টাকা পেমেন্ট করা হয়েছে দ্রুত বলে দেওয়া হয়। এসব সাউন্ডবক্সের জন্য প্রতি মাসে দোকানের মালিকের টাকা দিতে হয়। তবে এই পরিস্থিতি বদলে দিতে চলেছে Reliance Jio। সংস্থাটি গতকাল Jio SoundPay নামে একটি নতুন পরিষেবা চালু করেছে। এটি সাউন্ডবক্সের প্রয়োজনীয়তা সম্পূর্ণরূপে দূর করবে।

Jio SoundPay কী

READ MORE:  জিও আনলো ভরপুর বিনোদনের সেরা রিচার্জ প্ল্যান, ইন্টারনেটের চিন্তা ছাড়াই একাধিক ওটিটি সাবস্ক্রিপশন

রিলায়েন্স জিও স্পষ্ট করে দিয়েছে যে জিও সাউন্ডপে পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। অর্থাৎ এর জন্য ব্যবহারকারীদের আলাদা করে অর্থ প্রদান করতে হবে না। প্রসঙ্গত, কোম্পানি আলাদা কোনও ডিভাইস বা সাউন্ডবক্স আনেনি, বরং এটিকে JioBharat Phone এর মাধ্যমে ব্যবহার করা যাবে। অর্থাৎ, ব্যবহারকারীরা তাদের জিওভারত ফোনের মাধ্যমে ভয়েস নোটিফিকেশন শুনতে পাবেন। জিওর তরফে দাবি করা হয়েছে যে, এর মাধ্যমে ব্যবসায়ীরা প্রতি বছর ১৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

লাখ লাখ ব্যবহারকারী সুবিধা পাবেন

READ MORE:  বিনামূল্যে IPL দেখতে পাবে Airtel ও VI গ্রাহকরা, কথা চলছে JioHotstar এর সাথে | Jio Talking with Airtel VI

জিও দাবি করেছে যে তাদের জিও ভারত ডিভাইসগুলিতে জিও সাউন্ডপে এর জন্য নতুন ফিচার যুক্ত‌ করা হয়েছে। ফলে দোকানের মালিকদের কোনও সাউন্ড বক্সের প্রয়োজন হবে না। সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের প্রায় ৫ কোটি ক্ষুদ্র ব্যবসায়ীর জীবনকে আরও সহজ করে তুলতে চলেছে এই ফিচার।

আপনাদের জানিয়ে রাখি, পেটিএম এবং ফোনপে-র মতো সংস্থার সাউন্ডবক্সগুলি ব্যবহার করতে হলে এককালীন পেমেন্টের পাশাপাশি প্রতি মাসে ১২৫ টাকা পর্যন্ত খরচ করতে হবে। অর্থাৎ বছরে প্রায় ১৫০০ টাকা খরচ হয়। তবে জিও সাউন্ডপে এর মাধ্যমে মাসে মাসে কোনো ব্যয় করতে হবে না।

READ MORE:  এসি নাকি কুলার? শরীর বেশি ক্ষতি করে কে? জানলে চমকে উঠবেন

জিওভারত ফোনের দাম মাত্র ৬৯৯ টাকা

জিও গত বছর বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 4G ফোন হিসাবে JioBharat ফোন লঞ্চ করেছিল। এর দাম ৬৯৯ টাকা। সংস্থার দাবি, জিও সাউন্ডপে পরিষেবা ব্যবহার করে ব্যবসায়ীরা মাত্র ৬ মাসের মধ্যে তাদের নতুন ফোনের জন্য খরচ তুলে ফেলবে। আর যারা ইতিমধ্যে জিওভারত ফোন ব্যবহার করছেন তারা বিনামূল্যেই পরিষেবার লাভ ওঠাতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.