লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

তৈরি সূচি, বুকিংও শুরু! দোলের পরই কলকাতা থেকে বিমানে সরাসরি যাওয়া যাবে সিকিম

Updated on:

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই আসতে চলেছে একাধিক ছুটি। আর সেই ছুটিগুলিকে কাজে লাগিয়ে একের পর এল ঘুরতে যাওয়ার প্ল্যানিং শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। আর সেই পরিকল্পনায় সিকিমের নাম থাকবেই থাকবে। অনেকেই গরমের ছুটিতে সিকিম ঘোরার পরিকল্পনা করে থাকেন। তাই সেই পরিকল্পনায় এবার আরও নতুনত্ব আনতে বিমান পরিষেবা আলাদা মাত্রা যোগ হতে চলেছে।

বিমান পরিষেবায় আসতে চলেছে নয়া চমক

জানা গিয়েছে চলতি বছর দোলের পরেই কলকাতা বিমানবন্দর থেকে সিকিমের পাকিয়াং বিমানবন্দরের ফের চলাচল করবে বাণিজ্যিক বিমান। পাশাপাশি পাকিয়াং থেকে বিমান যাতায়াত করবে অসমের গুয়াহাটি বিমানবন্দরেও। ফলে কলকাতা ও গুয়াহাটির সঙ্গে সিকিমের পাকিয়াং বিমানবন্দরের যোগও শুরু হয়ে যাচ্ছে ফের একবার। সূত্রের খবর, আগামী ১৪ মার্চ দোল উৎসব। সেক্ষেত্রে ২৯ ও ৩০ মার্চ এই পরিষেবা চালু হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সিকিম সরকারকেও গোটা বিষয়টি জানানো হয়েছে। এবং তৈরি করা হয়েছে সময়সূচি।

READ MORE:  Weather Update: বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বৃষ্টিতে ভিজবে ৪ জেলা, আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? | Temperature Will Hike 2-3 Degrees Coming Weekend

বিমানের সময়সূচি

বিমানবন্দর সূত্রের খবর, AAI অথবা এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া তৈরি করেছে বিমানের সূচি। আর সেই সূচি মারফৎ জানা গিয়েছে সিকিমের পাকিয়াংএ সকাল ১১ টা নাগাদ বিমানটি কলকাতা থেকে ছাড়া হবে। এবং বেলা ১২ টা নাগাদ পাকিয়াং থেকে সেই বিমানই যাবে গুয়াহাটি। দুপুর ২.৩০ মিনিট নাগাদ গুয়াহাটি থেকে বিমান আসবে সিকিমে পাকিয়াং এ, তারপর পাকিয়াং বিমানবন্দর থেকে বেলা ৩ টে নাগাদ বিমান রওনা হবে কলকাতার উদ্দেশে। সেক্ষেত্রে পরে এই সময় সূচি পরিবর্তন হলেও হতে পারে।

READ MORE:  Gold, Silver Price Today: লক্ষ্মীবারে দাম কমল সোনা-রুপোর? জানুন কলকাতা আজ রেট কত | Know Today Silver and Gold Price In Kolkata

নানা কারণে বিগত ১০ মাস ধরে সিকিমের পাকিয়াং বিমানবন্দর থেকে কলকাতার বিমান যোগাযোগ সম্পূর্ণ বন্ধ ছিল। অবশেষে এই ব্যবস্থা পুনরায় চালু হওয়ায় খুশিতে ডগমগ সকলেই। এই বিষয়ে পাকিয়ং বিমানবন্দরের অধিকর্তা সঞ্জীব কুমার সিং বলেন, ‘আপাতত পাকিয়াং বিমানবন্দর থেকে চালু হচ্ছে কলকাতা, গুয়াহাটির বিমান। সূচি ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। এবং বুকিং পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এই আবহে হায়দরাবাদ, বেঙ্গালুরুর সঙ্গে সিকিমের পাকিয়াং থেকে বিমান চালুর বিষয়েও কথা হচ্ছে, বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ চাপ পড়তেই বাপ বাপ! নয়া নিয়ম আসতেই একধাক্কায় রিচার্জের দাম কমাল Airtel-Jio

প্রসঙ্গত, ২০১৮ সালে পাকিয়াং বিমানবন্দরটি উদ্বোধন হয়। সেখানে সামরিক ক্ষেত্র ছাড়াও বাণিজ্যিক বিমান চলাচলেরও ঘোষণা করা হয়। পরের বছরের অক্টোবর থেকে বিমান চালু হলেও, দৃশ্যমানতা সহ নানা কারণে পরিষেবা স্তব্ধ হয়। এবার চলতি বছরে মার্চে এই বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু হতে চলেছে, যা অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।

READ MORE:  হোলিতে হবে প্রবল ভিড়! সামাল দিতে চালানো হবে একাধিক হোলি স্পেশাল ট্রেন! দেখে নিন
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.