লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ডিজাইন-ফিচার্স চমকে দেবে, সরস্বতী পুজোর আগে লঞ্চ হল Honda City Apex এডিশন

Updated on:

ফেব্রুয়ারির প্রথম দিনেই তাদের জনপ্রিয় মডেলের বিশেষ সংস্করণ নিয়ে হাজির হল জাপানি গাড়ি নির্মাতা হোন্ডা। সংস্থাটি City Apex Edition লঞ্চ করেছে। গত বছর তারা Elevate এসইউভি-র Apex Edition নিয়ে এসেছিল। হোন্ডার নতুন সেডানের দাম ১৩.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। এটি মিড V ট্রিমের মূল্য। আর টপ VX ভ্যারিয়েন্ট কিনতে ১৫.৬২ লক্ষ টাকা (এক্স-শোরুম) খরচ হবে।

ভারতের অন্যতম জনপ্রিয় এবং হোন্ডার সর্বাধিক বিক্রিত এই সেডান বেশ কিছু আপগ্রেডের সঙ্গে এসেছে। এতে স্পেশাল অ্যাক্সেসরিজ প্যাকেজ যুক্ত করা হয়েছে। সিটি এপেক্স এডিশন কিনতে স্ট্যান্ডার্ড হোন্ডা সিটির থেকে ২৫,০০০ টাকা বেশি খরচ করতে হবে ক্রেতাদের।

READ MORE:  অসাধারণ মাইলেজ, নতুন ফিচার্সের সঙ্গে স্টাইলিশ লুকে হাজির Honda Shine 125

Honda City Apex Edition আপগ্রেড

সিটি এপেক্স এডিশনের ফেন্ডার এবং বুটের ঢাকনায় ‘এপেক্স এডিশন’ ব্যাজিং এবং প্রতীক রয়েছে। গাড়িটি বেইজ রঙের বিশেষ সংস্করণের সিট কভার, প্রিমিয়াম লেদারেট ইন্সট্রুমেন্ট প্যানেল এবং প্যাডিং-সহ দরজা পেয়েছে। এছাড়া, গাড়িটিতে সাতটি রঙ এবং শেড পরিবেষ্টিত অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে। এগুলিই স্টান্ডার্ড মডেল থেকে এপেক্স এডিশনকে আলাদা করেছে।

READ MORE:  মাত্র ২৫ জন কিনতে পারবে, অসাধারণ বাইক এনে চমকে দিল Royal Enfield

Honda City Apex Edition স্পেসিফিকেশন এবং ফিচার্স

মেকানিক্যাল দিক থেকে গাড়িতে কোনও পরিবর্তন নেই। আগের মতোই হোন্ডা সিটির এই এডিশনে ১.৫ লিটার পেট্রল ইঞ্জিন থাকছে যা ১১৯ বিএইচপি ও ১৪৫ এনএম টর্ক তৈরি করে। এটি সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং সেভেন স্পিড সিভিটি অটোমেটিক গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।

বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম (ADAS), অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি সহ একটি সাত ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, লেন ওয়াচ ক্যামেরা এবং ছয়টি এয়ারব্যাগ। গাড়িটির ম্যানুয়াল ভেরিয়েন্ট প্রতি লিটারে ১৭.৮ কিলোমিটার মাইলেজ দেয়। এবং অটোমেটিকে ১৮.৪ লিটার। বুট স্পেস ৫০৬ লিটারের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Honda NWX 125 Design: Activa-র থেকেও ভাল স্কুটার আনছে Honda, দুর্দান্ত মাইলেজ সহ পাবেন অসাধারণ লুকস | Honda NWX 125 Scooter Patent Filed in India

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.