লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

চোখের পলক ফেলার আগে চার্জ হয়ে যাবে এই তিন ফোন, দাম ও ফিচার দেখুন

Updated on:

ফাস্ট চার্জিং প্রযুক্তি স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। এই প্রযুক্তির সাহায্যে ফোনগুলি অল্প সময়ে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। আপনি যদি নিজের ফোন আপগ্রেড করার কথা ভেবে থাকেন এবং ফাস্ট চার্জিং প্রযুক্তির ডিভাইস কিনতে চান, তাহলে আপনাকে কিছুটা সাহায্য করবে এই প্রতিবেদন। এখানে আমরা আপনাকে তিনটি দুর্দান্ত স্মার্টফোন সম্পর্কে বলবো যা ৮০ ওয়াট থেকে ১২০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং অফার করবে। এছাড়া এই স্মার্টফোনগুলিতে শক্তিশালী প্রসেসর, ক্যামেরা এবং চমৎকার ডিসপ্লে পাওয়া যাবে।

READ MORE:  অসাধারণ ক্যামেরা থেকে শক্তিশালী প্রসেসর, iPhone SE 4-র পাঁচ সেরা ফিচার্স দেখে নিন

Vivo V40e 5G

ভিভো ভি৪০ই ৫জি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন ইন্ডিয়ায় ২৪,৯২০ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য, আছে অরা লাইট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এর সেলফি ক্যামেরাও ৫০ মেগাপিক্সেল। এই ডিভাইসে চিত্তাকর্ষক 3D কার্ভড ডিসপ্লে রয়েছে।

READ MORE:  এপ্রিলে বাজার কাঁপাতে লঞ্চ হবে একগুচ্ছ স্মার্টফোন, আসছে Samsung Galaxy S25 Edge, Realme 14 সিরিজ | Upcoming Smartphones in April 2025

OnePlus 13

ওয়ানপ্লাস ১৩ এর ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন ইন্ডিয়ায় ৬৯,৯৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের 2K ProXDR ডিসপ্লে আছে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। প্রসেসরের কথা বলতে গেলে, এই ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট দ্বারা চালিত।

Realme GT 7 Pro

রিয়েলমির এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ৫৯,৯৯৮ টাকায় অ্যামাজন ইন্ডিয়ায় তালিকাভুক্ত আছে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটে চলে। এই ডিসপ্লে ৬৫০০ নিটস পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে। এই ডিভাইসে আইপি৬৯ ওয়াটার রেজিস্ট্যান্স পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Redmi A5 4G Specifications: বাংলাদেশে ঝড় তুলে Redmi A5 এবার পা রাখছে ইউরোপে, সস্তায় এটাই সেরা ফোন? | Redmi A5 4G Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Leave a Comment