লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

চালাতে যেমন আরাম, তেমন দুর্ধর্ষ মাইলেজ, TVS-এর এই বাইক কিনতে ভিড় ক্রেতাদের

Published on:

নিত্য যাতায়াতের জন্য অনেকেই এমন মোটরসাইকেলের সন্ধানে থাকেন যা কেবল চমৎকার মাইলেজ নয়, বরং বাজেট-ফ্রেন্ডলিও হবে। বাজারে এত বেশি বিকল্পে রয়েছে যে এমন একটি বাইক খুঁজে পাওয়া বেশ মুশকিল হয়ে পড়েছে। তাহলে আপনার জন্য আধুনিক বৈশিষ্ট্য, শক্তিশালী কর্মক্ষমতা এবং সাশ্রয়ী মূল্যের মধ্যে নিখুঁত ভারসাম্য দিতে পারে এমন বাইক হল TVS Radeon।

TVS কোম্পানি বাইকটি এমন ভাবে ডিজাইন করেছে যে এটি যে কোনও রাইডারের দৃষ্টি আকর্ষণ করতে পারে। শহুরে যাতায়াত এবং অবসর সময়ে ভ্রমণ উভয়ের জন্যই একটি স্টাইলিশ বিকল্প এই বাইক। এর আধুনিক বৈশিষ্ট্যগুলি সামগ্রিক রাইডিং অভিজ্ঞতাকে উন্নত করে।

READ MORE:  দেশের একমাত্র মোটরসাইকেল যা ৩৩০ কিমি অব্দি মাইলেজ দেয়, নাম শুনলে চমকে যাবেন

ফিচার্স ও সেফটি

টিভিএস রেডিয়নের উল্লেখযোগ্য ফিচার্স হল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যার মধ্যে একটি ডিজিটাল স্পিডোমিটার রয়েছে, যা স্পষ্ট এবং নির্ভুল রিডিং প্রদান করে। এছাড়াও, মিলবে এলইডি হেডলাইট এবং ইন্ডিকেটর, যা রাতের বেলায় বা কম আলোতে যাত্রার সময় ভালো দৃশ্যমানতা এবং সুরক্ষা প্রদান করে।

মোটরসাইকেলটির সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। যা নির্ভরযোগ্য ভাবে বাইক থামানোর জন্য কার্যকরী। পাশাপাশি নিরাপদ রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করে। পাশাপাশি এতে রয়েছে টিউবলেস টায়ার এবং অ্যালয় হুইল।

READ MORE:  মাত্র 1 লাখেই সিঙ্গেল চ্যানেল ABS সহ নতুন Pulsar লঞ্চ করল Bajaj, আছে প্রচুর ফিচার্স

ইঞ্জিন পারফরম্যান্স

টিভিএস রেডিয়নে রয়েছে ১০৯.৭ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৮.৯ হর্সপাওয়ার এবং ৮.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। রাইডাররা এই বাইক থেকে প্রতি লিটারে ৭৫ কিলোমিটারের মাইলেজ আশা করতে পারেন, যা বর্তমান পরিস্থিতিতে একটি সাশ্রয়ী বিকল্প করে তোলে।

বাইকের দাম

এই মুহূর্তে মারতের বাজারে TVS Radeon বাইকের এক্স-শোরুম দাম ৭৭,৩২৯ টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Bajaj Freedom CNG New Variant Launch: Bajaj আমজনতার খরচ কমাতে একটি নতুন CNG মোটরসাইকেল বাজারে আনতে চলেছে | How Much Price Bajaj Freedom CNG New Variant

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.