গ্রাহকদের কথা ভেবে ১৮৯ টাকার সস্তা প্ল্যান ফিরিয়ে আনলো Jio, ইন্টারনেট, কল সহ অনেক সুবিধা

Oindrila Sen

Jio bring backs rs 189 value plan for 28 days validity

Jio ব্যবহারকারীদের জন্য সুখবর। কারণ ভারতের বৃহত্তম টেলিকম অপারেটরটি একটি নতুন ভ্যালু প্ল্যান লঞ্চ করেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই প্রিপেইড প্ল্যানের ‘ভ্যালু’ ক্যাটাগরি থেকে ডেটা বেনিফিট সহ আসা সমস্ত প্ল্যান পুরোপুরি সরিয়ে দেয় Reliance Jio। তবে এখন সংস্থাটি ভ্যালু প্যাক বিভাগের মধ্যে একটি উপ-বিভাগ তৈরি করে ১৮৯ টাকার প্ল্যানটি তালিকাভুক্ত করেছে।

অর্থাৎ ১৮৯ টাকার জিও প্ল্যান এখন সমস্ত ব্যবহারকারীরা রিচার্জ করতে পারবেন। ২০০ টাকার কমে যারা ডেটা সহ ২৮ দিন ভ্যালিডিটি চান তারা এই প্ল্যানটি বেছে নিতে পারেন‌। এই প্ল্যানে সীমিত ডেটা, আনলিমিটেড কলিং এবং এসএমএসের সুবিধা পাওয়া যাবে। আসুন জিও-র ১৮৯ টাকার প্ল্যানের সুবিধা দেখে নেওয়া যাক।

READ MORE:  ফের ধাক্কা খেল Jio গ্রাহকরা, ভ্যালিডিটি কমলো এই দুই রিচার্জ প্ল্যানের

Jio ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও-র ১৮৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পাবেন। এর সাথে দেওয়া হবে মোট ২ জিবি হাই স্পিড ডেটা। অর্থাৎ আপনি যদি সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করেন বা অনলাইনে ভিডিও না দেখেন তাহলে ২৮ দিন স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন।

১৮৯ টাকার জিও প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও এই প্ল্যানে ২৮ দিনের জন্য মোট ৩০০টি এসএমএস পাবেন গ্রাহকরা। শুধু তাই নয়, এখানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে।

READ MORE:  Jio Recharge Plans: ২০০ টাকার কমে মিলবে ইন্টারনেট ও কলিং, জিওর দুর্ধর্ষ দুই রিচার্জ প্ল্যান

উল্লেখ্য, জুলাইয়ে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর জিও-র ২৮ দিনের সবচেয়ে সস্তা প্ল্যানের মূল্য ছিল ২৪৯ টাকা। এখানে রোজ ১ জিবি ডেটা সহ আনলিমিটেড কল ও এসএমএস এর সুবিধা পাওয়া যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন