লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

গরীব মানুষদের স্বপ্নপূরণ করে অতি সস্তায় দুর্দান্ত স্মার্টফোন আনল লাভা

Updated on:

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা একদম সস্তায় একটি দুর্দান্ত মোবাইল ফোন নিয়ে হাজির হল। নতুন এই মডেলটির নাম Lava Yuva Smart। এটি গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া Yuva 2 5G-এর জনপ্রিয়তা থেকে অনুপ্রেরণা নিয়ে লঞ্চ করা হয়েছে। এই বাজেট ফ্রেন্ডলি 4G স্মার্টফোনে ডুয়েল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারির মতো বৈশিষ্ট্য রয়েছে। চলুন ডিভাইসটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Lava Yuva Smart: স্পেসিফিকেশন ও ফিচার্স

লাভা যুবা স্মার্ট মডেলটির সামনে নচযুক্ত ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা এইচডি+ (৭২০ x ১৬০০) রেজোলিউশন ও ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে স্মুথ ও ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাবে ব্যবহারকারীরা। ফোনটি ইউনিসক কোম্পানির অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। সঙ্গে থাকছে ৩ জিবি ফিজিক্যাল র‍্যাম, ৩ জিবি ভার্চুয়াল র‍্যাম, ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।

READ MORE:  রেডমির নয়া চমক সস্তায়, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ করল দুর্দান্ত ফোন | Redmi 13x Launched

ফটোগ্রাফির জন্য লাভা যুবা স্মার্ট এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিং করার জন্য মিলবে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা। স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত প্রসারিত করা যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশন সফটওয়্যারে রান করবে। ফলে এন্ট্রি-লেভেল হার্ডওয়্যারেও মসৃণ পারফরম্যান্স পাওয়া যাবে।

READ MORE:  Flipkart OMG Gadgets Sale: ১০ হাজার টাকার কম দামে সেরা 5G স্মার্টফোন, Redmi থেকে Vivo আছে লিস্টে | 5G Phones Under Rs 10000

Lava Yuva Smart-এর ব্যাটারি ক্যাপাসিটি হল ৫,০০০ এমএএইচ। এটি ১০ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং অফার করবে। গ্লসি ডিজাইন সহ নীল, সাদা এবং ল্যাভেন্ডার রঙের বিকল্পে মিলবে এই ফোন। বাজেট হ্যান্ডসেট হলেও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সিকিউরিটি ফিচার থাকছে।

Lava Yuva Smart: দাম

লাভা যুবা স্মার্টের দাম ৬,০০০ টাকা থেকে শুরু হচ্ছে। এটি ইন্ট্রোডাকটরি প্রাইস অর্থাৎ পরবর্তীতে দাম বাড়তে পারে। অনলাইন ও অফলাইনে শীঘ্রই সেল শুরু হবে। ১ বছর ওয়ারেন্টির পাশাপাশি অতিরিক্ত সুবিধার জন্য ফ্রি হোম সার্ভিস দেবে কোম্পানি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  7,000mah ব্যাটারির বিশাল ফোন আনছে Redmi, একবার চার্জ দিলে ভাবতে হবে না সারাদিন
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.